×

সাহিত্য

কবি আল মাহমুদের শারীরিক অবস্থা অপরিবর্তিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৩৭ পিএম

কবি আল মাহমুদের শারীরিক অবস্থা অপরিবর্তিত

কবি আল মাহমুদ

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। কবির পারিবারিক বন্ধু আবিদ আজম জানান, তার অবস্থা অপরিবর্তিত। তাকে লাইফ সাপোর্ট নেওয়া হতে পারে। তবে এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। আল মাহমুদকে গুরুতর অসুস্থ অবস্থায় শনিবার রাতে রাজধানীর ধানমণ্ডিতে ইবনে সিনা হাসপাতা‌লে ভর্তি করা হয়। প্রথমে সিসিইউ'তে রাখা হয়েও শারীরিক অবস্থা বিবেচনায় রাত ৪টার দিকে চিকিৎসকেরা তাকে আইসিইউ'তে স্থানান্তর করেন। আল মাহমুদ ইবনে সিনার নিউরোলজিস্ট অধ্যাপক ডা. আবদুল হাইয়ের তত্ত্বাবধানে আছেন। পরিবারের পক্ষ থেকে তার ছোট ছেলে মীর আনিস দেশবাসীর কাছে তার বাবার রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন। দেশবরেণ্য এই কবি নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত বেশকিছু রোগে ভুগছেন। তার কিডনি ও লিভারে আগেই থেকে ইনফেকশন ছিল। আল মাহমুদ একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক। এই মুক্তিযোদ্ধা কবি স্বাধীনতার পর দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদক ছিলেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে- লোক লোকান্তর, কালের কলস, সোনালী কাবিন ইত্যাদি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App