×

তথ্যপ্রযুক্তি

প্রিন্টিং ই-কমার্স রুবিক প্রিন্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:২৮ পিএম

প্রিন্টিং ই-কমার্স রুবিক প্রিন্ট
বদলে দিন ব্যবসায়ের লুক স্লোগান নিয়ে ২৭ জানুয়ারি যাত্রা শুরু হল রুবিক প্রিন্ট ই-কমার্স স্টার্টআপ ৎঁনরশঢ়ৎরহঃ.পড়স। রুবিক প্রিন্ট প্রাথমিকভাবে নিয়ে এসেছে বিজনেসের প্রয়োজনীয় প্রিন্টিং পণ্য যেমন বিজনেস কার্ড, লেটারপ্যাড, ইনভেলপ, মানি রিসিট, ভাউচার, নোটপ্যাড; তাছাড়া থাকবে মার্কেটিং পণ্য যেমন পিভিসি, ব্যানার, ওয়াল স্টিকার, গ্লাস স্টিকার, টিশার্ট, মগ, আইডি কার্ড, মেম্বারশিপ কার্ড। রুবিক প্রিন্টের শতাধিক ডিজাইন কালেকশন রয়েছে, তাই ঝক্কিঝামেলা ছাড়াই শুধু প্রয়োজনীয় তথ্য দিলে আর আংশিক অগ্রীম পেমেন্ট করলে পণ্য পৌঁছে যাবে ভোক্তাদের ঠিকানায়। তীব্র প্রতিযোগিতার এই বাজারে নতুন ব্যবসায়দের সাফল্য খুঁজে পাওয়া কঠিন। অধিকাংশ ক্ষেত্রে সেটা আইডিয়ায় গলদের জন্য না, বরং ব্যবসায়ের সঙ্গে সম্পৃক্ত আনুষঙ্গিক জটিলতার জন্য হয়ে থাকে। যেমন অসফল প্রচারণা, মানহীন বিজনেস স্টেশনারী সাপ্লাই ইত্যাদি। গতানুগতিক পদ্ধতি হচ্ছে প্রতিটা জিনিসের জন্য ভিড়ভাট্টা আর নানা ঝক্কিঝামেলা করে এসব যোগাড় করা। ফলে শ্রমের আর সময়ের অপচয়ে সাফল্যের পথরুদ্ধ হয়ে যায় উদ্ভাবনী শক্তির। এই সমস্যার সমাধানেই রুবিক প্রিন্টের যাত্রা শুরু। রুবিক প্রিন্ট এসেছে উদ্ভাবনী শক্তির ঝক্কিঝামেলাগুলো নিজেদের কাঁধে নিতে। যুগোপযোগী ও আকর্ষণীয় ডিজাইনে এবং প্রিমিয়াম মানের প্রিন্টিং এর প্রতিশ্রুতি দিচ্ছে রুবিক প্রিন্ট। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রিন্টিং এর রূপও বদলিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App