×

অর্থনীতি

শেষ দিনে ক্রেতাদের ভিড়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০৩ পিএম

শেষ দিনে ক্রেতাদের ভিড়

ফাইল ছবি

আজ শনিবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার শেষ দিন। ক্রেতারা মেলায় এসেছেন প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে। এদিকে বিক্রেতারা চাইছেন সব জিনিস বিক্রি করে লাভ নিয়ে ঘরে ফিরতে। ফলে নানা অফার ও ছাড়ের সমাহারে সরগরম অবস্থা চলছে বাণিজ্যমেলার শেষ দিনে। শনিবারও বিভিন্ন অফিস আদালতের সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই জমে উঠেছে মেলা প্রাঙ্গণ।

জাতীয় নির্বাচনের কারণে এক সপ্তাহ পিছিয়ে ৯ জানুয়ারি শুরু হয় ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। সে হিসেবে শুক্রবারই ছিল এর শেষ দিন। তবে ব্যবসায়ীদের অনুরোধে কর্তৃপক্ষ একদিন সময় বাড়িয়ে দেওয়ায় আজ শনিবারও বিকিকিনির সুযোগ পেয়েছেন ক্রেতা-বিক্রেতারা।

আগে ক্রেতারা বাণিজ্যমেলায় এদিক-সেদিক ঘোরাফেরা করলেও এখন পছন্দের পণ্য কিনতে সরাসরি স্টলগুলোয় ভিড় করতে দেখা যাচ্ছে তাদের। তবে পণ্য বিক্রি হয়ে যাওয়ায় অনেক স্টল ও প্যাভিলিয়ন খালি হয়ে পড়েছে। মেলার শেষ দিকে নতুন করে পণ্য না এনে যা আছে তাই বিক্রি করে ঝামেলামুক্ত হতে চাইছেন অনেক বিক্রেতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App