×

খেলা

সাকিব নাকি রুবেল কে সেরা?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:০৬ পিএম

সাকিব নাকি রুবেল কে সেরা?
বিপিএলের ষষ্ঠ আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস। শিরোপা জয়ের লড়াইয়ের পাশাপাশি এ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা হবে উইকেট শিকারের শীর্ষ স্থান দখল নিয়েও। তাও আবার একই দলের দুই খেলোয়াড়ের মধ্যে। তারা হলেন- ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান ও দলটির পেসার রুবেল হোসেন। সাকিব এবং রুবেল দুজনই অন্যরকম এক মাইলফলক সামনে রেখে আজকের ম্যাচে খেলতে নামবেন। এখন পর্যন্ত বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড ২২টি। এ তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন দুজন। সাকিব আল হাসান ও কেভিন কুপার। ২০১৫ সালের বিপিএলে কুপার ২২টি উইকেট নেন। ২০১৭ সালে তার রেকর্ডে ভাগ বসান টাইগার অলরাউন্ডার সাকিব। তবে এবারের আসরে যেন উইকেট শিকারের অঘোষিত এক প্রতিযোগিতায় মেতে উঠেছেন বোলাররা। বিশেষ করে বাংলাদশের বোলাররা বিপিএলের ষষ্ঠ আসরে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। লিগ পর্ব, এলিমিনেটর ও কোয়ালিফাইয়ার শেষে চলতি বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের তালিকায় শীর্ষে আছেন তাসকিন আহমেদ। সিলেট সিক্সার্সের এই পেসার নিয়েছেন ২২ উইকেট। সমান সংখ্যক উইকেট নিয়েও গড়ের হিসাবে পিছিয়ে থাকায় ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান আছেন দ্বিতীয় স্থানে। এ ছাড়া রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নামের পাশেও রয়েছে ২২ উইকেট। ২১ উইকেট নিয়ে এ তালিকার চার নম্বরে আছেন ঢাকার পেসার রুবেল হোসেন। পঞ্চম স্থানে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোহাম্মদ সাইফউদ্দিনের উইকেট ১৮টি। সিলেট সিক্সার্স ও রংপুর রাইডার্স ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে। অন্যদিকে শীর্ষে উঠা অনেকটাই অসম্ভব কুমিল্লার বোলার সাইফউদ্দিনের পক্ষে। তাই উইকেট শিকারের তালিকায় শীর্ষে উঠার লড়াইটা হবে মূলত সাকিব ও রুবেলের মধ্যে। আজকের ম্যাচে কেবল ১টি উইকেট পেলেই বিপিএলের এক মৌসুমে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটা এককভাবে নিজের করে নেবেন সাকিব। আবার রুবেলের উইকেট যেহেতু এখন ২১টি তাই এই পেসারেরও সুযোগ রয়েছে সাকিবকে টপকে যাওয়ার। শেষ পর্যন্ত দুই সতীর্থের এই লড়াইয়ে কার জয় হয়, সেটাই এখন দেখার বিষয়। সাকিব এবারের বিপিএলে এ পর্যন্ত একবার ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন। আর ৪ উইকেট পেয়েছেন একবার। অন্যদিকে রুবেল ৪ উইকেট পেয়েছেন দুবার এবং ম্যাচসেরার পুরস্কার জিতেছেন একবার। সে হিসেবে ম্যান অব দ্য ম্যাচ এবং এক ম্যাচে ৪ উইকেট পাওয়ার ক্ষেত্রেও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুজনের মধ্যে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App