×

খেলা

লড়াইটা দুই স্থানীয় কোচের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৫৪ পিএম

লড়াইটা দুই স্থানীয় কোচের
এবারের বিপিএলে অংশ নেয় ৭টি দল। এর মধ্যে রংপুর রাইডার্স, সিলেট সিক্সার্স, রাজশাহী কিংস, খুলনা টাইটান্স ও চিটাগং ভাইকিংস এই ৫টি দল খেলেছে বিদেশি কোচের অধীনে। অন্যদিকে বাংলাদেশি কোচের অধীনে খেলছে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মজার ব্যাপার হলো, লোকাল (স্থানীয়) কোচের অধীনে খেলা ২টি দলই শেষ পর্যন্ত ফাইনালের টিকেট পেয়েছে। চলতি বিপিএলে তিনবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের কোচের দায়িত্ব পালন করছেন সাবেক টাইগার অধিনায়ক খালেন মাহমুদ সুজন। অন্যদিকে যার নিপুণ পরিচর্যায় তৈরি হয়েছে অনেক তারকা ক্রিকেটার সেই মোহাম্মদ সালাউদ্দিন এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচের দায়িত্ব পালন করছেন। শেষ হাসি অবশ্য সুজন কিংবা সালাউদ্দিনের মধ্যে যে কোনো একজনই হাসবেন। আর কে হাসবেন শেষ হাসি সে উত্তর মিলবে আজ। প্রসঙ্গত, বিপিএলের ষষ্ঠ আসরে অস্ট্রেলিয়ার টম মুডি রংপুর রাইডার্সের, শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে খুলনা টাইটান্সের, দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনার রাজশাহী কিংসের, অস্ট্রেলিয়ার সিমন হেলমট চিটাগং ভাইকিংসের ও পাকিস্তানের ওয়াকার ইউনুস সিলেট সিক্সার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App