×

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে দাবানলের শঙ্কা : সরিয়ে নেওয়া হলো ৭০০ বাসিন্দাকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৪ পিএম

নিউজিল্যান্ডে দাবানলের শঙ্কা : সরিয়ে নেওয়া হলো ৭০০ বাসিন্দাকে
দাবানলের আশঙ্কায় নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে দ্বীপের ওয়েকফিল্ড শহরের প্রায় ৭০০ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম মেইল ওয়ান এতথ্য জানায়। খবরে বলা হয়, পাহাড়সমৃদ্ধ দ্বীপটির শহর ওয়েকফিল্ডের বনবেষ্টিত এলাকায় ভয়াবহ দাবানলের আশঙ্কায় তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আর যাদের অন্য কোথাও যাওয়ার জায়গা নেই তাদের জন্য একটি স্টেডিয়ামে ওয়েলফেয়ার সেন্টার খোলা হয়েছে। অনেকে অবস্থান নিয়েছেন বাড়ির বাইরে। দেশটির কর্তৃপক্ষ বলছে, শহরের আরও প্রায় ৩ হাজার অধিবাসীকে নিরাপদে চলে যেতে বলা হয়েছে। এছাড়া শহরের বিভিন্ন এলাকায় কেউ ঝুঁকিতে রয়েছে তা নিশ্চিত হতে আক্রান্ত ২৫০টি বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছে পুলিশ ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। গত ৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) শহরে দাবানল ছড়িয়ে পড়ে। শুক্রবার পর্যন্ত এটি প্রায় ৫ হাজার একর এলাকা ছাড়িয়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ দাবি করছে, প্রথমে শহরের একটি খামার বাড়ির খামারে সরঞ্জাম থেকে এই আগুনের সূত্রপাত হয় এবং পরে তা ছড়িয়ে পরে। এদিকে অসংখ্য ক্ষুদ্র দ্বীপের সমন্বয়ে গঠিত নিউজিল্যান্ডের অপেক্ষাকৃত শুষ্ক অঞ্চলগুলোতে ছোট ছোট ‘অগ্নিকাণ্ডে’র (দাবানল) ঘটনা ঘটেছে। তাসমান সাগর পাড়ের সাউথ আইল্যান্ডের নেলসন শহরসহ আশপাশের অঞ্চলেরও একই অবস্থা। এসব অঞ্চলে প্রায় ৫০ হাজার লোকের বসবাস। উদ্ধারকারী সংস্থা সিভিল ডিফেন্সের ম্যানেজার রিচার্ড কার্বি বলেন, গত চার-পাঁচদিন ধরে এ অগ্নিকাণ্ডের ঘটনা হতে পারে। শুষ্ক মৌসুমে এ ধরনের ঘটনা স্থানীয় বাসিন্দা ও কৃষকদের সমস্যার কারণ হয়েছে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে জনমনে আতঙ্ক বিরাজ করছে। এ অবস্থায় ওই অঞ্চলে কোনো বৃষ্টিও নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App