×

জাতীয়

কাপ্তাইয়ে জোড়া খুনের ঘটনায় আটজন গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৩ পিএম

কাপ্তাইয়ে জোড়া খুনের ঘটনায় আটজন গ্রেপ্তার
কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া এলাকায় স্বশস্ত্র সন্ত্রাসীদের ব্রাশফায়ারে বর্তমান আওয়ামীলীগের কর্মী মংসানু মারমা এবং ট্রাকের হেলপার বাঙ্গালী মোঃ জাহিদুল ইসলামকে হত্যার ঘটনায় যৌথ বাহিনীর অব্যাহত অভিযানে এ যাবৎ আটজনকে আটক করতে সক্ষম হয়। আটকৃতরা হলেন, খোংসাথুই মারমা, তপন তালুকদার, আওয়াইং মারমা, উথোয়াইনু মারমা, মংসাপ্র“ মারমা, সাচিংমং মারমা, তেজেন্দ্র তনচংগ্যা ও থুইচিং মারমা। এদের সকলকে চন্দ্রঘোনা থানায় সোপর্দ করে জোড়া খুনের মামলায় আটক দেখানো হয়। গত ৭ ও ৮ ফেব্র“য়ারী চন্দ্রঘোনা থানা পুলিশ আটজনকে রাঙ্গামাটি জেলা জজ আদালতে প্রেরণ করেন। থানাসূত্রে জানা যায়, গেল ৪ ফেব্র“য়ারী বেলা সাড়ে ৩টার দিকে কারিগর পাড়ার একটি চা দোকানে বসে মংসানু মারমা কয়েকজন বন্ধুদের সাথে বসে গল্প করছিলেন, এসময় হঠাৎ অতর্কিত আনুমানিক ৯ থেকে ১০-১২ জন অস্ত্রধারী দুর্বৃত্তরা ব্রাশফায়ার করে, এতে সদ্য আ’লীগ কর্মী মংসানু মারমা ও হেলপার জাহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহত দু’জনকে কাপ্তাই ও রাঙ্গামাটি জেলা আ’লীগ তাদের দলীয় কর্মী বলে দাবি করেন। হত্যাকান্ডের ঘটনায় নিহত মংসানু মারমা শ্বশুর আপ্র“ মারমা বাদী হয়ে ২১ জনের নাম উলে­খ করে এবং আরো ১০-১২ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজম জোড়া খুনের ঘটনায় আটককৃত ব্যক্তিদের কথা নিশ্চিত করে এবং রাঙ্গামাটি জেল হাজতে আসামীদেরকে প্রেরণ করেন বলে জানান। পাশাপাশি তিনি আরো বলেন, হত্যাকান্ডের ঘটনায় আইন শৃঙ্খলা ও পুলিশ বাহিনী বসে নেই, তারা দ্রুত চেষ্টা চালিয়ে যাচ্ছে জড়িতদের আটক করে আইনের আওতায় আনতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App