×

খেলা

আশাবাদী মাশরাফি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৫৭ পিএম

আশাবাদী মাশরাফি
নিউজিল্যান্ড সফরে এবার টাইগাররা প্রস্তুতি ছাড়াই মাঠে নামবে। এমনকি ১০ ফেব্রুয়ারি সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে পুরো দলকে নাও পেতে পারে বাংলাদেশ। এ প্রস্তুতি ম্যাচে টাইগার একাদশ দাঁড় করানোই কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ ৮ জন ক্রিকেটার ইতোমধ্যে পৌঁছেছেন নিউজিল্যান্ডে। বাকিদের যাওয়ার কথা আগামীকাল বিপিএলে টি-টোয়েন্টি খেলে। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে তারা। এ ছাড়া তিনটি টেস্টও বাংলাদেশ খেলবে কিউইদের বিপক্ষে। তবে প্রস্তুতিহীন দল নিয়ে দুর্ভাবনায় থাকতে চান না ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শুধু অপেক্ষায় আছেন কী হয় তা দেখার জন্য। কিউইদের বিপক্ষে ভালো খেলার ব্যাপারে আশাবাদী টাইগার অধিনায়ক। এর আগে ২০১৬ সালে বাংলাদেশ ভালো প্রস্তুতি নিয়ে খেলতে গিয়েছিল নিউজিল্যান্ডে। চন্ডিকা হাথুরুসিংহের চাহিদা মতো সিডনিতে দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প। ৮-১০ দিন আগে নিউজিল্যান্ডে পৌঁছে যাওয়াতে প্রস্তুতির কোনো ঘাটতি ছিল না। কিন্তু তারপরও কিউইদের বিপক্ষে বাংলাদেশ এক প্রকার বিধ্বস্ত হয়েছিল প্রতিটি সংস্করণেই। এবার প্রস্তুতি ছাড়া যাওয়া হচ্ছে, কী হবে, সেই শঙ্কা থাকছেই। তাই নিউজিল্যান্ড সফরে কেমন খেলবে তামিম-সাকিবরা এমন প্রশ্ন টাইগার ভক্তদের মাঝে। প্রশ্নের জবাবে রসিকতার সুরে জানিয়েছেন মাশরাফি, ভালো প্রস্তুতি নিয়েই গতবার পারিনি একটা ম্যাচও জিততে! এবার প্রস্তুতি ছাড়া গিয়ে যদি পারি তাহলে পরেরবার প্রস্তুতি ছাড়াই যাব। বিশ^কাপের জন্য এটা খুব ভালো প্রস্তুতি। আমি মনে করি, এটা আদর্শ কন্ডিশন প্রস্তুতি নেয়ার। বিশ^কাপের জন্য একটা ভিত্তি তৈরি করা যাবে। বিপিএল চলছিল, কিছু করার নেই। তাই আমাদের মানিয়ে নিতে হবে। খারাপ হলে মানুষ খারাপ বলবে। ভালো হলে ভালো বলবে। মানিয়ে নেয়ার চেষ্টা করব আমরা। তবে জেতার জন্যই দল খেলবে দৃঢ়তার সঙ্গে। নিজেদের সেরাটাই খেলব আমরা। শেষ সফরে কিন্তু আমরা একটা ম্যাচে জয়ের কাছাকাছি ছিলাম। ২৫১ রানে নিউজিল্যাল্ডকে অলআউট করেছিলাম। একশ রানের মতো জুটি হয়েছিল ইমরুল ও সাব্বিরের। তারপর ব্যাটিং বিপর্যয় হয়। ভালো একটা সুযোগ আমরা পেয়েছিলাম। কিন্তু সফল হতে পারিনি। এবার ওই রকম সুযোগ পেলে আমরা হাতছাড়া করব না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App