×

তথ্যপ্রযুক্তি

৫২ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরে এক্সপেরিয়া ‘এক্সজেড৪ আনছে সনি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:০০ পিএম

৫২ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরে এক্সপেরিয়া ‘এক্সজেড৪ আনছে সনি
পরবর্তী ফ্ল্যাগশিপ সনি এক্সপেরিয়া ‘এক্সজেড৪’-এর জন্য ৫২ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর আনছে প্রযুক্তি ব্র্যান্ড সনি। চলতি মাসে আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) তে এই সেন্সর প্রদর্শন করা হবে বলে জানিয়েছে সনি। জানা যায়, সনি ‘এক্সপেরিয়া এক্সজেড৪’ হবে প্রিমিয়াম কোয়ালিটির অ্যান্ড্রয়েড স্মার্টফোন। যেটিতে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর, কোয়াড এইচডি প্লাস ডিসপ্লে, এবং তিনটি রিয়ার ক্যামেরা। এই তিনটির একটিতে থাকবে ৫২ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। বর্তমানে স্মার্টফোনের বাজারে এতো বেশি মেগাপিক্সেলের স্মার্টফোন খুব বেশি নেই । অনার ভিউ ১০ এবং শাওমি রেডমি নোট ৭ ফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সেন্সর। জানা যায়, সনির এই স্মার্টফোনটিতে ৫২ মেগাপিক্সেল সেন্সর ছাড়াও অন্য দুটিতে থাকবে ১৬ এবং ০.৩ মেগাপিক্সেল সেন্সর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App