×

তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে দেখা যাবে না অন্যের লুকানো স্ট্যাটাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:০৬ পিএম

জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার উন্মুক্ত করেছে। যেখানে অন্যের লুকানো স্ট্যাটাস আর সহজে দেখতে পাবের ব্যবহারকারীরা। জানা যায়, Turn off Read Receipt’ এই অপশনে টিক বসালেই লুকিয়ে অন্যের স্ট্যাটাস আপডেট (Status Update) দেখতে পারতেন ইউজাররা। এবার সেই সুযোগ আর মিলবে না। কারণ, হোয়াটসঅ্যাপে নতুন ফিচার অনুযায়ী, ‘Read Recipt’ বন্ধ করা থাকলেও যার স্ট্যাটাস আপনি লুকিয়ে দেখছেন, তাঁকে মেসেজ করে জানিয়ে দেবে প্রতিষ্ঠানটি। এছাড়াও ‘Picture-in-Picture’ ফিচার্স আনছে হোয়াটসঅ্যাপ। যেখানে এর ডেস্কটপ ইউজার’রা অন্য কাজ করতে করতেই শেয়ার করা ভিডিও দেখতে পারবেন। পাশাপাশিই চ্যাট অপশনেও বদল আনা হয়েছে। থাকবে নতুন ফিঙ্গারপ্রিন্ট লক ফিচারও। গ্রুপ মেসেজিংয়ের ক্ষেত্রে ‘প্রাইভেট রিপ্লাই’য়ের সুযোগও দিচ্ছে হোয়াটসঅ্যাপ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App