×

জাতীয়

সোনাগাজীতে গৃহবধু খুনের এক বছর পর মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৪১ পিএম

সোনাগাজীতে গৃহবধু খুনের এক বছর পর মামলা
ফেনীর সোনাগাজীতে গৃহবধু শাহানা আক্তার (৫৫) খুন হওয়ার প্রায় এক বছর পর ৪ফেব্রুয়ারি ফেনী বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন নিহতের স্বামী মুক্তিযোদ্ধা শেখ সিরাজ উদ দৌলা। বাদি পক্ষের আইনজীবি এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু জানান, আদালত অভিযোগ আমলে নিয়ে তদন্তের জন্য সোনাগাজী মডেল থানাকে নির্দেশ দিয়েছেন । সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন জানান, ৬ফেব্রুয়ারি বুধবার আদালতের আদেশ গ্রহন করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।এ হত্যাকান্ডের বিষয়ে আরেকটি মামলা আছে। বাদি শেখ সিরাজ আদালতকে জানান, স্ত্রী খুন হওয়ার পর তখনকার পুলিশি হয়রানির কারনে তিনি মামলা দিতে পারেননি। অভিযোগ সুত্রে জানা যায়, দায়ের কৃত মামলায় সাবেক মেয়র ও বিএনপি নেতা জামাল উদ্দিন সেন্টু(৪৮) তার সহযোগী রিয়াজুল হক (২৭), মো. আরিফ (২৮), সঞ্জু শিকদার (৩২) , গৃহকর্মী খাতিজা আক্তার(৫২) , তার মেয়ে হালিমা বেগম(৩৩), তার বোন খালেদা আক্তার(৩০), কর্মচারি আবদুল্লাহ রানা (১৮) ও হানিফ সরকার (৩৯)এর নাম বিবাদি হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগ সুত্রে আরো জানা যায়, নিহতের পারিবারিক শত্রু রা পরিকল্পিতভাবে কর্মচারিদের মাধ্যমে গৃহবধু শাহানাকে হত্যা করেছে। প্রসঙ্গত, ২০১৮ সালের ২৬জানুয়ারী সকাল ১০টায় নিজ শয়ন কক্ষে খুন হন মুক্তিযোদ্ধা শেখ সিরাজ উদ দৌলার স্ত্রী শাহানা আক্তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App