×

জাতীয়

শ্রীনগরে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ময়লার ভাগাড়ে আগুন : দুর্ভোগে শিক্ষার্থীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৫১ পিএম

শ্রীনগরে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ময়লার ভাগাড়ে আগুন : দুর্ভোগে শিক্ষার্থীরা
শ্রীনগরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বাজারের সমস্ত ময়লা আর্বজনা ফেলে ময়লার ভাগাড়ে পরিনত করা হয়েছে। মাঝেমধ্যে আগুন দিয়ে পুরানো হচ্ছে ভাগাড়ের ময়লা আবর্জনা। এতে করে ওই শিক্ষাপ্রতিষ্ঠান ও এর আশপাশে ওই আগুনের বিষাক্ত ধোয়া এসে পুরো এলাকায় ছড়িয়ে পরে। বৃহস্পতিবার সকালে ভাগাড়ে আগুন দিলে ধোয়ায় শ্রীনগর সুফিয়া এ হাই খান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়েছে বলে খবর পাওয়া গেছে। পরে ইউএনও এর হস্তক্ষেপে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ধোয়া মুক্ত করেন। স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানাযায়, একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শ্রীনগর বাজার ব্যবসায়ীরা ময়লা আবর্জনা ফেলে একটি ময়লার ভাগাড় বানিয়ে রেখেছেন। ওই ভাগার থেকে প্রচুর দুর্গন্ধ আসে। প্রতি দিন ওই ময়লার ভাগারে আগুন দিয়ে ময়লা পোড়ানো হচ্ছে। এতে করে বিদ্যালয়ে বিষাক্ত ধোয়া এসে ছড়িয়ে পরে। দুর্গন্ধ ও ধোয়ায় শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুকিতে রয়েছেন। বৃহস্পতিবার সকালে ময়লার স্তুপে আগুন দিলে পরীক্ষা চলাকালীন সময়ে অনেকে শ্বাসকষ্টে পরেন বলে তারা জানান। বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আনা প্রয়োজন বলে স্থানীয় ভুক্তভোগীরা দাবি করেন। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ আরিফুজ্জামান শেখ বলেন, সকাল সোয়া ৯ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ময়লার স্তুপের আগুন নিভিয়ে এলাকাটি ধোয়ামুক্ত করি। এসময় বিষাক্ত ধোয়ায় কয়েজন শিক্ষার্থীর শ্বাসকষ্টে ভোগতে হয়েছে। এছাড়া এ ভাগাড়ের আগুন থেকে যে কোন সময়ে বড় ধরনে অগ্নি দুরর্ঘটনা ঘটতে পারে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে শ্রীনগর বাজার ব্যবসায়ীদের বিদ্যালয়ের সামনে ময়লা অর্বজনা ফালানো নিষেধ করা হয়েছে। এর পরেও যদি ময়লা ফালানো হয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App