×

জাতীয়

মাগুরা নবগঙ্গা নদীর চলমান খনন কাজ পরিদর্শন করলেন তদারকি কমিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৩ এএম

মাগুরা নবগঙ্গা নদীর চলমান খনন কাজ পরিদর্শন করলেন তদারকি কমিটি
মাগুরা শহরের উপর দিয়ে প্রবাহিত নবগঙ্গা নদীর খনন কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসন কতৃক গঠিত তদারকি কমিটির সদস্যরা। গতকাল বুধবার স্থানীয় সরকার বিভাগের উপরিচালক (উপ সচিব) মাহবুবুর রহমানের নেতৃত্বে তদারকি কমিটি এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এ সময় মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এবিএম খান মুজাহেদী, মাগুরা সদর উপজেলা নির্বহী কর্মকর্তা আবু সুফিয়ানসহ কমিটির অন্য সদস্যগন উপস্থিত ছিলেন। তদারকি কমিটির প্রধান স্থানীয় সরকার বিভাগের উপরিচালক (উপ সচিব) মাহবুবুর রহমান জানান, তিনিসহ কমিটির সদস্যরা সকাল বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত খনন এলাকার একাধিক এলাকা পরিদর্শন করেছেন। কিছু স্থানের কাজ সঠিকভাবে সম্পন্ন হলেও অধিকাংশ স্থানের খনন কাজে অসঙ্গতি রয়েছে। যা সঠিকভাবে করার জন্য ঠিকাদারী প্রতিষ্টানকে নির্দেশনা প্রদান করা হয়েছে। মাহবুবুর রহমান ( উপ সচিব) মাগুরা স্থানীয় সরকার বিভাগের উপরিচালক ও নবগঙ্গা খনন কাজ তদারকি কমিটির আহবায়ক। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, মাগুরা শহর থেকে সদরের আলোকদিয়া পর্যন্ত নবগঙ্গা নদীর প্রায় ১২ কিলোমিটার এলাকার খনন কাজ চলমান রয়েছে। ৪১ কোটি টাকা ব্যায়ে চারটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে এ খনন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App