×

অর্থনীতি

বাণিজ্যমেলায় শেষ সময়ে দেশি স্টলে বিক্রির ধুম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৫১ পিএম

বাণিজ্যমেলায় শেষ সময়ে দেশি স্টলে বিক্রির ধুম

বাণিজ্যমেলা

বাণিজ্যমেলা শেষ হওয়ার দিন যত ঘনিয়ে আসছে তত বাড়ছে বিক্রি। শেষ সময়ে বিক্রির ধুম পড়েছে দেশীয় স্টলগুলোতে। বিক্রি তুলনামূলক বেড়ে যাওয়ায় সন্তুষ্ট দোকানিরা। গতকাল বুধবার বাণিজ্যমেলা ঘুরে এমন চিত্র দেখা গেছে। মেলা প্রাঙ্গণে দেখা যায়, দেশীয় স্টলগুলোতে ছিল ক্রেতা দর্শনার্থীর ভিড়। যে যার মতো পছন্দের পণ্য খুঁজে বেড়াচ্ছেন। পছন্দ হলেই প্যাকেট। এই প্রক্রিয়ায় চলছে কেনাবেচা। বিক্রির বিষয়ে মেলায় কথা হয় দেশীয় কোম্পানি অন্বেষা করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে। তারা জানান, বিক্রি ভালোই চলছে। আমাদের পণ্যগুলো মূলত ড্রইং রুম সাজানোর জন্য। এগুলো কাচ দিয়ে তৈরি। যদিও আমাদের বিক্রির কোনো আশা ছিল না। কারণ আমরা শুধু প্রচারের জন্যই বাণিজ্যমেলায় অংশ নেই। বিক্রি যা হচ্ছে তাই বোনাস এবং বোনাসটাই বেশি হচ্ছে। আমাদের সারাদেশে বিশেষ করে চট্টগ্রাম, সিলেট এবং ঢাকায় শোরুম রয়েছে। আমাদের ৫ হাজার থেকে শুরু করে ৪০ হাজার টাকার পর্যন্ত ঝাড়বাতি রয়েছে। মেলা ঘুরে আরো দেখা গেছে, বাণিজ্যমেলায় ক্রেতা আকর্ষণে জাঁকজমকভাবে সাজানো হয়েছে বিদেশি সব প্যাভিলিয়ন। বিক্রি হচ্ছে পোশাক, প্রসাধনী, জুয়েলারি, শো পিসসহ বিভিন্ন ধরনের গৃহস্থালি পণ্য। কিন্তু এর বেশিরভাগই নিম্নমানের ও দেশীয় পণ্য বলে অভিযোগ করেছেন মেলায় আসা ক্রেতা-দর্শনার্থীরা। তারা বলছেন, ঢাকার চকবাজার থেকে পণ্য এনে বিদেশি প্যাভিলিয়নগুলোতে তোলা হয়েছে। এতে বিদেশি স্টলে পণ্য কিনে আমাদের প্রতারিত হতে হচ্ছে। প্রায় প্রতিটি বিদেশি প্যাভিলিয়নে রয়েছে ছোট ছোট একাধিক স্টল। এর মধ্যে নারীদের সামগ্রী সব থেকে বেশি বিক্রি করছে ভারত, পাকিস্তান ও থাইল্যান্ডের প্যাভিলিয়নের ব্যবসায়ীরা। এসব প্যাভিলিয়নের নাম বিদেশি হলেও স্টল দিয়ে বসা সবাই বাংলাদেশি। এ ছাড়া এসব পণ্যের বেশিরভাগই রাজধানীর চকবাজার, নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় বিক্রি হচ্ছে। মেলায় বিদেশি পণ্য বলে বিক্রি করছেন বেশি দামে। পাকিস্তানি প্যাভিলিয়নে উর্দু ভাষায় ক্যাম্পেইন করে সবজি কাটার যন্ত্র বিক্রি করছেন হাবিব নামে এক ব্যক্তি। কথা বলে জানা গেছে তিনি বাংলাদেশি। মিরপুরের বিহারি ক্যাম্প থাকেন। তিনি বলেন, ১২শ টাকার সবজি কাটার যন্ত্র মেলায় প্যাকেজ বিক্রি হচ্ছে এক হাজার টাকায়। এটি রাজধানীর চকবাজার নিউমার্কেটসহ বিভিন্ন মার্কেটে পাওয়া যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App