×

জাতীয়

ঝিনাইগাতীতে পল্লী বিদ্যুৎ সংযোগ দিচ্ছে আলোর ফেরিওয়ালা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৫৪ পিএম

ঝিনাইগাতীতে পল্লী বিদ্যুৎ সংযোগ দিচ্ছে আলোর ফেরিওয়ালা
শেরপুরের ঝিনাইগাতীতে ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ পৌছে দিতে কাজ করছে আলোর ফেরিওয়ালা। শেরপুর জেলার পল্লীবিদ্যুৎ সমিতির উদ্যোগে এ ফেরিওয়ালা বিদ্যুৎ সংযোগ দেয়ার কাজে অংশ নিচ্ছে। এ ফেরিওয়ালার মাধ্যমে ৫ মিনিটেই দেওয়া হচ্ছে বিদ্যুৎ সংযোগ। ২০১৯ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এ কর্মসূচী বাস্তবায়নের লক্ষে কাজ করছে ভ্রাম্যমান আলোর ফেরিওয়ালা। এ ভ্রাম্যমান আলোর ফেরিওয়ালা প্রতিনিয়ত শেরপুর জেলার ৫ টি উপজেলাতেই কাজ করে আসছে। এই আলোর ফেরিওয়ালার মাধ্যমে ভূক্তভোগীদের কাছ থেকে অভিযোগ গ্রহণ ও ৫ মিনিটের মধ্যেই বিদ্যুৎ সংযোগ সেবা দিচ্ছে ভ্রাম্যমান আলোর ফেরিওয়ালা। গ্রাহকদের ভূগান্তি লাঘবে ১৭৫০ টাকায় সরাসরি বিদ্যুৎ সংযোগ পৌছে দেওয়া হচ্ছে ঘরে ঘরে। আজ ৭ ফেব্রুয়ারী বৃহস্প্রতিবার ভূক্তভোগীদের দাবির প্রেক্ষিতে সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে কাজ করেন আলোর ফেরিওয়ালা। গান্দিগাঁও, টাঙ্গাইল্যা পাড়া, নওকুচি জামতলি, বানাইপাড়াসহ বিভিন্ন স্থানে শতাধিক পরিবারের মাঝে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। এ আলোর ফেরিওয়ালা পরিচালনার দায়িত্বে ছিলেন শেরপুর জেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম জিএস রেজাউল করিম, মেম্বার সার্ভিস কো-অর্ডিনেটর খন্দকার, মোঃ রেজাউল হাসান, লাইন মেন মোঃ ফুয়াদ খান, ওয়্যারিং পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ। এ আলোর ফেরিওয়ালার মাধ্যমে বিদ্যুৎ পেয়ে খুশি গ্রামবাসীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App