×

তথ্যপ্রযুক্তি

চলতি মাসেই বাজারে আসছে হুয়াওয়ের ফাইভজি ফোল্ডেবল ফোন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:২২ পিএম

চলতি মাসেই বাজারে আসছে হুয়াওয়ের ফাইভজি ফোল্ডেবল ফোন
চলতি মাসের ২৪ ফেব্রুয়ারি বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস ইভেন্টেবহুল প্রতীক্ষিত ফোল্ডেবল বা ভাঁজ করা যায় এমন ফাইভজি স্মার্টফোন আনছে চীনের ব্র্যান্ড হুয়াওয়ে। টুইটারে এই ডিভাইস লঞ্চের আমন্ত্রণপত্র প্রকাশ করেছে কোম্পানিটি। আমন্ত্রণ পত্রে ফোল্ডেবেল স্মার্টফোন কথাটি লেখা না থাকলেও এই ফোনের একটি ছবি প্রকাশিত হয়েছে। সেখানে ভাঁজ করা স্মার্টফোন এর মাঝে ‘ভবিষ্যতের সাথে যুক্ত’ হওয়ার বার্তা দেওয়া হয়েছে। যদি সব ঠিকঠাক থাকে এটাই কোম্পানির প্রথম ফাইভজি স্মার্টফোন। নতুন এই ফোনটিতে থাকবে কোম্পানির নিজস্ব হাইসিলিকন কিরিন ৯৮০ চিপসেট আর ব্যালং ৫০০ ( Balong 5000) মডেম। এই ভাঁজ করা স্মার্টফোন আনার প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং। জানা যায়, হুয়াওয়ের আগেই চলতি মাসেই আসবে স্যামসাংয়ের ভাঁজ করা স্মার্টফোন। এছাড়াও এলজি, শাওমি তৈরি করছে এই ফোন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App