×

জাতীয়

ঘন্টাব্যাপী কুষ্টিয়া-পাবনা মহাসড়ক অবরোধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০১:০৬ পিএম

ঘন্টাব্যাপী কুষ্টিয়া-পাবনা মহাসড়ক অবরোধ

কুষ্টিয়া-নাটোর মহাসড়কের রূপপুর পাকার মোড়ে অবস্থান নিয়ে মহসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয় জনগণ ও শিক্ষার্থীরা

মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান সেলিমের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঈশ্বরদীর পাকশীতে ঘন্টাব্যাপী কুষ্টিয়া-নাটোর মহাসড়ক অবরোধ করে রাখে মুক্তিযোদ্ধা, স্থানীয় জনগণ ও শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে কুষ্টিয়া-নাটোর মহাসড়কের রূপপুর পাকার মোড়ে অবস্থান নিয়ে মহসড়ক অবরোধ করে বিক্ষেভ সমাবেশ করে মুক্তিযোদ্ধা স্থানীয় জনগণ ও শিক্ষার্থীরা। এতে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পাকশী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল খালেক,শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি ফজলুর রহমান প্রমূখ। এসময় বক্তারা মুস্তাফিজুর রহমান সেলিম হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পরে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, ঈশ্বর্দী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হোসেন ভূইয়া দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাস প্রদান করলে মুক্তিযোদ্ধা, স্থানীয় জনগণ ও শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী অবরোধ তুরে নেয়। উল্লেখ্য, বুধবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান সেলিমকে তার বাড়ির সামনে গুলি করে আহত করে দুর্বৃত্তরা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App