×

খেলা

কোহলির প্রশংসায় কাদির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৬ এএম

কোহলির প্রশংসায় কাদির
বর্তমানে ক্রিকেট মঞ্চে সেরা ব্যাটসম্যান হিসেবে নিজের নাম পাকাপোক্ত করেছেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট হাতে বোলারদের ওপর আধিপত্য ও শাসন করছেন বেশ কয়েক বছর ধরে। ক্রিকেটের তিন ফরমেটে সবচেয়ে সেরা এবং মারকুটে ব্যাটসম্যান তিনি। এ ছাড়া কোহলির শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। বর্ষসেরা ক্রিকেটার ও বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হওয়ার দৌড়ে কোহলিকে সর্বসম্মতিক্রমে বেছে নিয়েছে আইসিসির ভোটিং একাডেমি। এমনকি চিরপ্রতিদ্ব›দ্বী পাকিস্তানের কিংবদন্তি দুর্দান্ত লেগস্পিনার আব্দুল কাদিরও মেতেছেন কোহলির প্রশংসায়। মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর অনেকের মনে সংশয় ছিল কোহলি আদৌ দলকে সঠিক নেতৃত্ব দিতে পারবেন কিনা। পুরো দলকে এক সুতোয় গেঁথে সাফল্য পাবেন কিনা তা নিয়েও ছিল নানা জল্পনা-কল্পনা। কোহলি এতসব না ভেবে নিজের চমৎকার নেতৃত্বগুণে জয় করেছেন সমালোচকদের মন। এ ছাড়া কিংবদন্তি খেলোয়াড়রাও কোহলির প্রশংসায় পঞ্চমুখ। পাকিস্তানের হয়ে ৬৭টি টেস্ট ও ১০৪টি ওয়ানডে ম্যাচ খেলা কাদির মনে করেন কোহলির নেতৃত্ব দেয়ার ক্ষমতা অনেকটা পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের মতো। পাকিস্তানকে ১৯৯২ সালের বিশ্বকাপ জেতানো ইমরান যেমন সামনে থেকে নেতার মতোই নেতৃত্ব দিতেন, তেমনটা দেখা যায় কোহলির মাঝেও। ভারতীয় সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে আব্দুল কাদির বলেন, আমি যদি ব্যাটসম্যান এবং অধিনায়ক কোহলির দিকে তাকাই তাহলে আমি প্রায়ই দেখি যে সে একদম ইমরান খানের হুবহু। ইমরান যেমন অধিনায়ক হিসেবে একটা দৃষ্টান্ত রাখত সতীর্থদের সামনে, কোহলিও তাই করে। সতীর্থরাও কিন্তু সত্যিকারের অধিনায়কের কাছে তাই আশা করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App