×

জাতীয়

কাপ্তাইয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করণে  ইউএনও’র ভ্রাম্যমান আদালত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২৫ এএম

কাপ্তাইয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করণে  ইউএনও’র ভ্রাম্যমান আদালত
কাপ্তাই-চট্টগ্রাম প্রধান সড়ক ওয়াগ্গা এলাকায় বিজিবি ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করণে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমদ রাসেলের নেতৃত্বে যানবাহনে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। গতকাল বুধবার ওয়াগ্গা বিজিবি ২য় ফটকের সম্মুখে কাপ্তাই প্রধান সড়কে ভ্রাম্যমান আদালত চলাকালে হেলমেট ও লাইসেন্স বিহীন মোটরসাইকেল এবং অতিরিক্ত যাত্রী বহনের দায়ে অধিকাংশ যানবাহনকে সতর্কবানী জারী করে নিরাপদ সড়ক নিশ্চিত করনে উদ্বুদ্ধ করণে প্রচেষ্টা চালান। এর মধ্যে নিয়ম বহির্ভূত অতিরিক্ত দুই মোটর সাইকেলের মালিককে অর্থদন্ড করে এবং রেজিষ্টেশন বিহীন একটি মোটর সাইকেলকে কাপ্তাই থানায় সোপর্দ করেন। তবে গাড়ীটি রেজিষ্টেশন করা হলে ছেড়ে দেওয়ার অনুমতি দেওয়া হবে বলে থানাসূত্রে জানা যায়। ছবিতে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল ভ্রাম্যমান আদালত পরিচালনা করার একাংশের ছবি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App