×

জাতীয়

ইভটিজিং বাঁধা দেওয়ায় শিক্ষকের কলা বাগান বিনষ্ট করেছে বখাটেরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৬ এএম

ইভটিজিং বাঁধা দেওয়ায় শিক্ষকের কলা বাগান বিনষ্ট করেছে বখাটেরা
ফরিদপুরের চরভদ্রাসন-সদরপুর দু’ উপজেলার সীমান্তবর্তী গ্রাম সদরপুর উপজেলার লোহারটেক উচ্চ বিদ্যালয়ের সহ:প্রধান শিক্ষক মোঃ মাহিম মাষ্টারের কলা বাগানের ১শ’ ১০ ছড়া থোর কলা রাতের আঁধারে বখাটেরা কেটে বিনষ্ট করে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের ছাত্রীদের উত্যক্ত করার কালে উক্ত শিক্ষক বিভিন্ন সময় স্থানীয় বখাটেদের বাঁধা দেওয়ার জের ধরে গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে স্কুলের পিছনে ফসলী মাঠের মধ্যে গড়া কলা বাগানের থোর কলা কর্তন করা হয়েছে বলে অভিযোগ। ক্ষতিগ্রস্থ শিক্ষক জানান, একই গ্রামের বখাটে করিম মোল্যার ছেলে রবিউল মোল্যা (১৮) আজাহার মোল্যার ছেলে আলহাজ্ব মোল্যা (২০) ও দক্ষিন আলমনগর গ্রামের ইসমাইল প্রামানিকের ছেলে আশিক প্রামানিক (১৯) প্রতিনিয়ত বিদ্যালয় চত্তরে মোটর সাইকেল নিয়ে অবাধ বিচরন করত এবং ছাত্রীদের উত্যক্ত করে চলছিল। লোহারটেক উচ্চ বিদ্যালয়ের স্থানীয় শিক্ষক হিসেবে মাহিম মাষ্টার বিভিন্ন সময় বখাটেদের মোটরযান বহর চালানো নিষেধ করে আসছিল। গত মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গনে বখাটেপনা রোধ করতে গিয়ে ওইসব বহিঃরাগত যুবকদের সাথে শিক্ষকের বাকবিতন্ডা হয়। এরই জ্বের ধরে বখাটেরা শিক্ষকের কলা বাগান বিনষ্ট করেছে বলে তিনি হতাশা ব্যাক্ত করেন। উক্ত শিক্ষক আরও জানান, ঘটনার পর ইউপি চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সামচুল হক ক্ষতিগ্রস্থ কলা বাগান পরিদর্শন করেছেন এবং আইনের আশ্রয় নেওয়ার প্রস্তুতী চলছে। সরেজমিনে দেখা যায়, প্রায় এক একর জমির উপর করা বাগানটি গড়া হয়েছে। এ বাগানে সাগর কলা, সবরী কলা ও কাচকলা তিন প্রজাতী গাছ রয়েছে। দুর্বৃত্তরা রাতের আঁধারে বাগানে প্রবেশ করে শুধু থোরকলা গাছগুলো কেটে রেখেছে। এতে উক্ত বাগান মালিক প্রায় ৫০ হাজার টাকা ক্ষতিগ্রস্থ হয়েছেন। এ ব্যপারে এক বখাটের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App