×

খেলা

সানা-মিতালির কীর্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০২:০৬ পিএম

সানা-মিতালির কীর্তি
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের তুলনায় অনেক দেরিতে ক্রিকেটের আগমন ঘটে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশে। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এখন উপমহাদেশের দেশগুলো ক্রিকেটে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সমানে পাল্লা দিচ্ছে। এতক্ষণ বলছিলাম ছেলেদের ক্রিকেটের কথা। মেয়েদের ক্ষেত্রেও চিত্রটা একই। ছেলেদের ক্রিকেটের মতো মেয়েদের ক্রিকেটের অবির্ভাবটাও উপমহাদেশে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ কিংবা দক্ষিণ আফ্রিকার তুলনায় অনেক দেরিতে হয়েছে। তবে ইতোমধ্যেই ক্রিকেটে সাফল্য পাওয়া শুরু করেছেন এশিয়ার নারী ক্রিকেটাররা। ভেঙে চলেছেন একের পর এক রেকর্ড। গত সপ্তাহে নারী ক্রিকেটে অন্যন্য দুটি রেকর্ড গড়েছেন দুই এশিয়ান ক্রিকেটার। একজন পাকিস্তানের সানা মীর এবং অপরজন ভারতের মিতালি রাজ। গত শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল সফরকারী ভারতের মেয়েরা। ভারতের জার্সিতে ম্যাচটিতে খেলতে নামার মধ্য দিয়ে বিশে^র প্রথম নারী ক্রিকেটার হিসেবে ২০০টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলার কীর্তি গড়েন মিতালি রাজ। এর দুদিন পর অন্য রকম এক কীর্তি গড়েন পাকিস্তান নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সানা মীর। এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে প্রথম কোনো নারী ক্রিকেটার হিসেবে স্পর্শ করেন ১০০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার মাইলফলক। গত রবিবার সফরকারী উইন্ডিজ নারী ক্রিকেট দলের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল পাকিস্তান। আর পাকিস্তানের জার্সিতে ম্যাচটিতে খেলতে নামার মধ্য দিয়েই রেকর্ড বইয়ে নিজের নাম লেখান সানা মীর। এশিয়া অঞ্চলের প্রথম নারী ক্রিকেটার হিসেবে সানা মীরের টি-টোয়েন্টি খেলার সেঞ্চুরি পূর্ণ করার ম্যাচটি জিতেছে পাকিস্তান। উল্লেখ্য, ২০০৯ সালে আইরিশদের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় সানা মীরের। আর গত রবিবার খেললেন ক্যারিয়ারের ১০০তম টি-টোয়েন্টি ম্যাচ। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে এখন পর্যন্ত ব্যাট হাতে ৭৯৬ রান করার পাশাপাশি বোলিংয়ে ৮৪ উইকেট শিকার করেছেন বর্তমানে ৩৩ বছর বয়সী এ অলরাউন্ডার। অন্যদিকে ১৯৯৯ সালে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মিতালি রাজের। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে ২০০টি ওয়ানডে ম্যাচ খেলে ৬৬২২ রান করেছেন তিনি। পাশাপাশি বল হাতে ৮টি উইকেটও পেয়েছেন বর্তমানে ৩৬ বছর বয়সী এ ভারতীয় নারী ক্রিকেটার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App