×

বিনোদন

ব্যতিক্রমী সঙ্গীত সন্ধ্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০২:০৪ পিএম

ব্যতিক্রমী সঙ্গীত সন্ধ্যা
গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকার ‘ওয়াহিদ একাডেমি অব মিউজিক’ মিলনায়তনে ভায়োলিন বাদক ফারুক ওয়াহিদ ও গিটারিস্ট-প্রশিক্ষক বিকাশ কান্তি নাথের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমী সঙ্গীত সন্ধ্যা। প্রথমে একাডেমির শিক্ষার্থীরা ভায়োলিন বাজিয়ে শোনান। ফারুক ওয়াহিদ ভায়োলিনে হংসধ্বনি বাজিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ করেন। গিটার এবং ভায়োলিনের সুরে জাতীয় সঙ্গীত বাজিয়ে অনুষ্ঠান শুরু হয়। বীর ভাষা সৈনিকদের স্মরণে বিকাশ কান্তি নাথ ও তার শিক্ষার্থীরা গিটারের মোহনীয় সুর এবং কণ্ঠে শোনান অমর একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। তারপর বিকাশ কান্তি নাথ শুরু করেন অসাধারণ কিছু ইস্টার্ন এবং ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক; বিশেষ করে শিব কুমার শর্মার ‘বালাড-মিউজিক অব মাউন্টেন’ যখন শুরু করেন তখন এক ঘোরলাগা পরিবেশ সৃষ্টি হয় দর্শকদের মাঝে। একে একে তার শিক্ষার্থীরা কিছু ইস্টার্ন এবং ওয়েস্টার্ন মিউজিক বাজিয়ে দর্শকদের বিমোহিত করে রাখেন। ‘আরএনজি’ মিউজিকের স্বত্বাধিকারী চয়নের অংশগ্রহণকারী সব শিল্পীর মাঝে সঙ্গীতবিষয়ক পণ্যসামগ্রী বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App