×

বিনোদন

বায়োস্কোপে ‘দেবী’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০২:১৪ পিএম

বায়োস্কোপে ‘দেবী’
গত বছরের আলোচিত সিনেমা ‘দেবী’ শিগগিরই দেখা যাবে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপে। মুক্তি পাওয়ার ১০০তম দিনে গ্রামীণফোন হাউসে বায়োস্কোপের সঙ্গে চুক্তিবদ্ধ হয় ‘দেবী’। মূলত গ্রামীণফোনের ডিজিটাল সেবাগুলোর মধ্যে ‘বায়োস্কোপ’ অন্যতম একটি অনলাইন বিনোদনের মাধ্যম। এখানে অনেকগুলো লাইভ টিভি চ্যানেল ছাড়াও নিত্যনতুন সব ব্লকবাস্টার হিট সিনেমাগুলো পাওয়া যায়। ২০১৮ সালের অক্টোবরে মুক্তি পাওয়া দর্শকনন্দিত সিনেমাটি বায়োস্কোপ প্রাইম- এ প্রথম রিলিজ হতে যাচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। অনুষ্ঠানে জয়া আহসান ‘দেবী’ চলচ্চিত্রটি নির্মাণাধীন থাকাকালীন তার বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অনুষ্ঠানটিতে এই সময় আরো উপস্থিত ছিলেন ‘দেবী’ টিম, প্রোডাকশন হাউস ‘সি তে সিনেমা’, বায়োস্কোপ টিম ও বায়োস্কোপ প্ল্যাটফর্ম পার্টনার ‘বঙ্গ’। ‘দেবী’, জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও শবনম ফারিয়ার একসঙ্গে অভিনীত প্রথম সিনেমা। হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই গল্পটি মুক্তির বেশ আগে থেকেই দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। পরিচালক অনম বিশ্বাসের প্রথম সিনেমা হিসেবেও ‘দেবী’ বেশ প্রশংসার দাবিদার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App