×

তথ্যপ্রযুক্তি

পপ-আপ সেলফি ক্যামেরার ফোন আনছে স্যামসাং

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১৬ পিএম

পপ-আপ সেলফি ক্যামেরার ফোন আনছে স্যামসাং
পপ-আপ সেলফি ক্যামেরার স্মার্টফোন আনছে দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠান স্যামসাং। এটির মডেল ‘স্যামসাং গ্যালাক্সি এ৯০’। এটির বাজারে আসলে ফোনটি হবে স্যামসাংয়ের নতুন ডিজাইনের ফোন। সম্প্রতি ইন্টারনেটে ফোনটির ছবি ফাঁস হয়েছে। টুইটারে ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায়, এই ফোনে কোন ‘ডিসপ্লে নচ’ বা ‘হোল পাঞ্চ’ থাকছে না। ফোনের সামনের দিকে গোটা জায়গায় ডিসপ্লে ব্যবহারের জন্য এটিতে পপ-আপ সেলফি ক্যামেরা ব্যবহার করেছে স্যামসাং। ইতিমধ্যেই ভিভো নেক্স ফোনে এই ধরনের পপ আপ সেলফি ক্যামেরা ডিজাইন দেখা গিয়েছিল। সব ঠিক থাকছে চলতি বছরে দ্বিতীয়ার্ধে বাজারে আসবে ফোনটি। এই ফোনের ভিতরে থাকবে একটি স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট, সাথে থাকবে ৬ জিবি বা ৮ জিবি র‌্যাম, আর ১২৮ জিবি স্টোরেজ। ফোনটির ৬.৪১ ইঞ্চি ডিসপ্লের নিচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তিনটি বিভিন্ন রঙে এই ফোন পাওয়া যাব। তবে দাম কত হতে পারে তা জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App