×

খেলা

আবাহনীর প্রথম ম্যাচ ৩ এপ্রিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:২৮ পিএম

আবাহনীর প্রথম ম্যাচ ৩ এপ্রিল

এএফসি কাপ

প্রিমিয়ার লিগের মধ্যেই এএফসি কাপ মিশনে নামতে হবে আবাহনীকে। এবারের মৌসুমে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হিসেবে আকাশি-হলুদরা সরাসরি গ্রুপ পর্বে খেলছে। ইতিমধ্যে এএফসি কাপের ফিকশ্চারও চূড়ান্ত হয়েছে। আবাহনী খেলবে গ্রুপ ‘ই’ তে। যেখানে তিন প্রতিপক্ষের দুটি ঠিক হয়েছে। আরেকটির নাম জানা যাবে পরে।

নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাব, ভারতের মিনারভা পাঞ্জাব এবং প্লে-অফ খেলে ওঠা একটি দল। যেখানে আছে ভারতের চেন্নাই এফসি, ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড ও শ্রীলংকার কলম্বো ক্লাব। এ তিনটির একটি হবে গ্রুপে আবাহনীর তৃতীয় প্রতিপক্ষ।

প্রিমিয়ার লিগের বর্তমান ফিকশ্চার অনুযায়ী ১০ রাউন্ড শেষ করে আবাহনী নামবে এএফসি কাপ অভিযানে। ৩ এপ্রিল আবাহনীর প্রথম ম্যাচ, প্রতিপক্ষ মানাং মার্সিয়াংদি। খেলাটি হবে নেপালের কাঠমান্ডুতে।

হোম অ্যান্ড অ্যাওয়েতে তিন প্রতিপক্ষের বিরুদ্ধে ৬ ম্যাচ খেলবে আবাহনী। আবাহনীর দ্বিতীয় ম্যাচ ১৭ এপ্রিল ঢাকায় ভারতের মিনারভা পাঞ্জাবের বিরুদ্ধে। ১ মে প্লে-অফ বিজয়ী দলের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ আবাহনীর। ১৫ মে ফিরতি ম্যাচটি ঢাকায়। নেপালের মানাংমার্সিয়াংদি ক্লাবের বিরুদ্ধে আবাহনীর হোম ম্যাচ ১৯ জুন। ২৬ জুন ভারতে গ্রুপের শেষ ম্যাচ আবাহনীর। প্রতিপক্ষ মিনারভা পাঞ্জাব।

এএফসি কাপে আবাহনীর ম্যাচগুলো

৩ এপ্রিল: মানাং মার্সিয়াংন্দি-আবাহনী

১৭ এপ্রিল: আবাহনী-মিনারভা পাঞ্জাব

১ মে: প্লে-অফ বিজয়ী-আবাহনী

১৫ মে: আবাহনী-প্লে-অফ বিজয়ী

১৯ জুন: আবাহনী-মানাং মানাং মার্সিয়াংন্দি

২৬ জুন: মিনারভা পাঞ্জাব-আবাহনী

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App