×

জাতীয়

ত্যাগি ও মাঠের নেতা কে প্রার্থী হিসাবে চান তৃনমূল আ’লীগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:১১ পিএম

ত্যাগি ও মাঠের নেতা কে প্রার্থী হিসাবে চান তৃনমূল আ’লীগ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া বইছে হবিগঞ্জের মাধবপুরে। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র চলছে নির্বাচনী আলোচনা। কে হচ্ছেন নৌকার মাঝি এ নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষন। তবে তৃনমূল আওয়ামীলীগ নেতাকর্মীরা চাইছেন মাঠের নেতা কে। বিগত দিনে দলের দুর সময়ে দলের জন্য কাজ করেছেন এবং নেতকর্মীদে বিপদে আপদে ছুটে গেছেন এমন নেতা কে নৌকার মাঝি করার দাবি জানান তারা। একই সাথে তৃনমূল নেতাকর্মীদের দাবি যারা বিএনপি থেকে আওয়ামীলীগে এসেছেন তাদের আওয়ামীলীগের মনোনয়ন দেওয়া হলে আমরা হতাশ হব। মাধবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন পেতে ৬ জন জেলা থেকে কেন্দ্র পর্যন্ত লবিং করছেন। তারা হলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আন্দিউড়া ইউনিয়নের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ আতিকুর রহমান আতিক, আওয়ামীলীগ নেতা বহরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এহতেশামুল বার চৌধুরী লিপু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক পৌর মেয়র মুক্তিযোদ্ধা শাহ্ মোঃ মুসলিম, আওয়ামীলীগ নেতা বেনু রঞ্জন রায় , সৈয়দ শাহ্ হাবিব উল্লাহ সুচন। গত ২৭ জানুয়ারী মাধবপুর উপজেলা পরিষদ হল রুমে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী নিবার্চনে বর্ধিত সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক , (বানিয়াচং- আজমিরিগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খাঁন এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর সভার সাবেক মেয়র শহীদ উদ্দিন চৌধুরী , সাবেক পিপি আকবর হোসেন জিতু প্রমুখ।বর্ধিত সভায় তৃনমূল আওয়ামীলীগের নেতাকমীরা উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী নিবার্চনে গোপন ভোট প্রদান করেন। গোপন ভেটে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ আতিকুর রহমান আতিক সবোচ্চ ভোট পেয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, তৃতীয় স্থানে রয়েছেন আওয়ামীলীগ নেতা এহতেশামুল বার চৌধুরী লিপু চতুর্থ স্থানে রয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি,সাবেক পৌর মেয়র শাহ্ মোঃ মুসলিম , পঞ্চম স্থানে রয়েছেন আওয়ামীলীগ নেতা বেনু রঞ্জন রায়, ষষ্ট স্থানে রয়েছেন আওয়ামীলীগ নেতা সৈয়দ শাহ্ হাবিব উল্লাহ সুচন। তৃনমূল ভোটারদের মনোনয়ন শেষে এখন প্রার্থীরা দৌড়াচ্ছেন জেলা থেকে কেন্দ্রে। তবে তৃনমূল আওয়ামীলীগ মনে করেন যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে এমন লোককে নৌকা প্রতিক না দেওয়া ভাল। উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হৃদয় পাঠান উজ্জল জানান, বিগত নির্বাচনে বিএনপির প্রার্থীর কাছে আওয়ামীলীগ প্রার্থী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম বিশাল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। তাই এবারের নির্বাচনে এমন একজন কে নৌকার মাঝি করা হোক যিনি জয় লাভ করতে পারবেন। অন্য দল থেকে এসে এখন নৌকা প্রতিক চাইছেন তাদের দেখে শুনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিবেন বলে আমরা মনে করি। তৃনমুলের সবচেয়ে গ্রহনযোগ্য ব্যাাক্তি আলহাজ¦ আতিকুর রহমান। তিনি মাধবপুর(সদর) বর্তমানে আন্দিউড়া ইউনিয়নথেকে ৩বারের নির্বাচিত চেয়ারম্যান। ২০১৩ সালে আওয়ামীলীগ নেতাকর্মীদের ভোটে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৮-থেকে ২০১৩ সাল পর্যন্ত উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি যুবলীগের সভাপতি ও ছাত্রলীগের সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেছেন। এ রকম একজন দক্ষ সংগঠক কে নৌকার মাঝি করা হলে নৌকার জয় হবে নিশ্চিত। উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক জামাল উদ্দিন জানান, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী বিশাল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। এখানে মাঠে যিনি কাজ করছেন, তৃনমূল যাকে মূল্যায়ন করেছেন তাকে মনোনয়ন দেওয়া হলে আওয়ামীলীগ এ আসটি জয় লাভ করতে পারবে। কোন বিতর্কিত লোক নৌকার মাঝি হলে দলের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরা মূল্যায়িত হবে না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই কাজ করব। যুক্তরাজ্য স্বেচছাসেবক লীগের সহ সভাপতি শাহ্ মোঃ রিয়াদ তুষারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা চাই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসি এমন কাউকে মনোনয়ন দেওয়া হোক। হাইব্রিড কাউকে মনোনয়ন দিলে তৃনমূলের নেতাকর্মীরা হতাশ হবে। মাধবপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশরাফুল আলম টিটু জানান,তৃনমূল আওয়ামীলীগের নেতাকর্মীদের ভোটে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রথম হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ আতিকুর রহমান,দ্বিতীয় স্থানে রয়েছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, তৃতীয় স্থানে রয়েছেন এহতেশামুল বার চৌধুরী লিপু। আশা করি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃনমূল কে গুরুত্ব দিবেন। ভিন্নদল থেকে আসা কোন প্রার্থীকে নৌকার প্রতিক দেওয়া হলে তৃনমূল কে মূল্যায়ন করা হবে না। আমরা বিশ^াস করি জননেত্রী শেখ হাসিনা যাচাই – বাচাই করে মনোনয়ন দিবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App