×

জাতীয়

টেকনাফে বিজিবির অভিযানে আড়াই লাখ পিস  ইয়াবা উদ্ধার     

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৩৯ পিএম

টেকনাফে বিজিবির অভিযানে আড়াই লাখ পিস  ইয়াবা উদ্ধার     
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে  আড়াই লাখ পিস  ইয়াবা উদ্ধার  করেছে বিজিবি। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৫ ফেব্রুয়ারি মঙ্গলবার   সকালে  উপজেলার  হোয়াইক্যং ইউপিস্থ ঝিমংখালী জাফরের প্রজেক্ট লবণমাঠ এলাকা থেকে ইয়াবা গুলো উদ্ধার হয়।
টেকনাফ ২ বর্ডার গার্ড বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল  আছাদুদ জামান চৌধুরী জানান, তারই নেতৃত্বে ঝিমংখালী  বিওপি একটি বিশেষ টহলদল নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে  জাফরের প্রজেক্ট লবণ মাঠ এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে ।এমন সংবাদে প্রজেক্টের  লবণ মাঠ এলাকায় উৎ পেতে থাকে।কিছুক্ষণ পরে কয়েকজন লোক বস্তা মাথায় নিয়ে  জাফরের প্রজেক্ট  এলাকা দিয়ে নয়াবাজার দিকে গমন করছে।টহলদল দূর থেকে থামানোর সংকেত দিলে চোরাকারবারিরা দৌড়াতে থাকে।বিজিবি টহলদল তাদের পিছু ধাওয়া করে একপর্যায়ে চোরাকারবারিরা তাদের বস্তাটি ফেলে অন্ধকারে সুযোগ নিয়ে পাশ্ববর্তী গ্রামে ভিতর পালিয়ে যায়।পরে চোরাকারবারি ফেলে যাওয়া বস্তাটি খুলে গণনা করে সাড়ে ৭  কোটি টাকা মূল্যের আড়াই লাখ পিস ইয়াবা পাওয়া যায়।উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর প্রতিনিধি, স্থানীয় ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App