×

বিনোদন

জনসচেতনতায় পূর্ণিমা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৪৫ পিএম

জনসচেতনতায় পূর্ণিমা
চিত্রনায়িকা পূর্ণিমা তার অভিনয় জীবনের শুরু থেকেই নানান ধরনের সামাজিক দায়বদ্ধতামূলক কাজ করে আসছেন। এবার ভিন্ন একটি সামাজিক দায়বদ্ধতামূলক কাজ করেছেন পূর্ণিমা। ইউনিসেফ বাংলাদেশের সচেতনতামূলক কাজ ‘ক্যাঙ্গারু মাদার কেয়ার’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। আর বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন গুণী বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ আপন আহসান। এরই মধ্যে বিজ্ঞাপনটির নির্মাণ কাজ শেষ হয়েছে বলে জানান নির্মাতা সৈয়দ আপন আহসান। প্রথমবারের মতো এ ধরনের সচতেনতা মূলত কাজে নিজেকে সম্পৃক্ত কনেছেন পূর্ণিমা। তাই কাজটি করে তার নিজের মধ্যেও ভীষণ ভালোলাগা কাজ করছেন বলে জানালেন পূর্ণিমা। পূর্ণিমা বলেন, শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর অনেক দেশেই প্রি-ম্যাচিউরড বেবি জন্ম নেয়। সাধারণত যাদের অর্থনৈতিক সামর্থ্য আছে তারা যথাযথভাবে এমন প্রি-ম্যাচিউরড বেবির চিকিৎসা করাতে পারেন। কিন্তু যারা অর্থনৈতিকভাবে সচ্ছল নয় তাদের জন্যই মূলত এই ক্যাঙ্গারু বেবি কেয়ার সিস্টেম। যথাযথভাবে নিয়ম মেনে ক্যাঙ্গারু বেবি কেয়ার ফলো করা হলে প্রি-ম্যাচিউরড বেবি সুস্থভাবে বেড়ে উঠতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুব কার্যকরী হবে বলেই আমি মনে করি। একজন মা হিসেবে সবার মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আপন ভাইয়ের অনুপ্রেরণায় আমি এ কাজটি করেছি। এমন একটি কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে ভীষণ ভালো লাগছে আমার। এদিকে আগামীকাল নোয়াখালীর উদ্দেশে রওনা হবেন পূর্ণিমা। সেখানে তিনি নঈম ইমতিয়াজ নেয়ামুলের নির্দেশনায় ‘গাঙচিল’ সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। এতে তার সহশিল্পী হিসেবে থাকবেন চিত্রনায়ক ফেরদৌস। নোয়াখালীতে টানা সাতদিন ‘গাঙচিল’র শুটিং নিয়ে ব্যস্ত থাকবেন পূর্ণিমা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App