×

খেলা

এমবাপ্পের বিশ্বাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৫ এএম

এমবাপ্পের বিশ্বাস
ফরাসি লিগ ওয়ানের গতকালের ম্যাচে অলিম্পিয়াক লিওঁর বিপক্ষে হেরেছে তারকাসমৃদ্ধ পিএসজি। ইনজুরির কারণে ম্যাচটিতে খেলেননি পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। আগামী সপ্তাহেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে কোচ টমাস টুশেলের শিষ্যরা। ম্যাচটিতেও মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। আর নেইমারবিহীন পিএসজি ম্যানইউর বিপক্ষে সহজেই হারবে বলে মনে করেন অনেক ফুটবলবোদ্ধা। কিন্তু সেটা মানতে নারাজ পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। নেইমারকে ছাড়াই ম্যানইউকে হারানোর সামর্থ্য পিএসজির রয়েছে বলে বিশ্বাস করেন তিনি। এ প্রসঙ্গে এমবাপ্পের মতামত, অলিম্পিয়াক লিওঁর বিপক্ষে হেরে যাওয়ায় অনেকে নেইমারবিহীন পিএসজির সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু আমি বলব এই হারটা অস্বাভাবিক কিছু নয়। একটি দল প্রতিটা ম্যাচ জিতবে এমন তো কথা নেই। হ্যাঁ, এটা ঠিক যে নেইমার আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে মাঠে থাকলে আমাদের জন্য জয় পাওয়াটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু আমি মনে করি, নেইমারকে ছাড়াও পিএসজি ভালো দল। তা ছাড়া আমাদের সাইডবেঞ্চ যথেষ্ট সমৃদ্ধ। সত্যি বলতে, নেইমারকে ছাড়াই ম্যানইউকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী আমি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App