×

জাতীয়

সাগরে হঠাৎ ঝড়ে ট্রলার ডুবে মৃত ১, নিখোঁজ ১৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:২৪ পিএম

সাগরে হঠাৎ ঝড়ে ট্রলার ডুবে মৃত ১, নিখোঁজ ১৪

প্রতিকী ছবি

হঠাৎ ঝড়ে বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন দ্বীপের অদূরে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। পাঁচজনকে জীবিত উদ্ধার করা গেলেও একজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড। আরো নিখোঁজ রয়েছেন ১৪ জন। জানা গেছে, সোমবার ভোরে সেন্ট মার্টিন দ্বীপের ৩০ মাইল পশ্চিমে গভীর সাগরে এ ঘটনাটি ঘটে। ‘এফভি শাহ বদর-২’ নামের মাছ ধরার ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলের পাশে অবস্থান করা ফিশিং জাহাজ মেরিটাইম টু এবং ফারজানা গিয়ে পাঁচজনকে জীবিত ও একজনের মৃতদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ট্রলারে থাকা জেলেসহ ১৪ জন। হঠাৎ ঝড়ো বাতাসে ট্রলারটি ডুবে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঘটনাটি নিশ্চিত করে কোস্টগার্ড পূর্ব অঞ্চলের কর্মকর্তারা জানান, ২০ জন মাঝিমাল্লার মধ্যে পাঁচজনকে জীবিত ও একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে কোস্টগার্ডের জাহাজ তাজউদ্দিন উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App