×

জাতীয়

শেরপুর ধর্ষণের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:১৫ পিএম

শেরপুর ধর্ষণের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন
ধর্ষণের বিচারের দাবীতে বগুড়ার শেরপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শেরপুর মডেল প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নির্যাতিতা নারী অভিযোগ করে বলেন, প্রায় তিন বছর পুর্বে আমার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই বগুড়া জেলার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের তাজপুর গ্রামের খয়বর হোসেনের ছেলে ইউসুফ আলী (৩০) আমাকে নানা ভাবে যৌন হয়রানি করে আসছিল। তিন মাস পুর্বে স্বামীর সঙ্গে তালাক হবার পর থেকেই আমি দরিদ্র মা’র সঙ্গেই বসবাস করে আসছিল। গত ৩১ জানুয়ারী রাত ১০টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে ইউসুফ আমার ঘরে ঢুকে আমাকে বিয়ের প্রলোভন দিয়ে জোর পুর্বক ধর্ষন করে। কিন্তু আমার চিৎকারে এলাকাবাসী এসে একই ঘরে আমাদের তালাবদ্ধ করে রাখে। পরদিন প্রভাবশালী মহলের ছত্রছায়ায় পুলিশ আমাদের থানায় নিয়ে যায় এবং আমার কোন কথা না শুনেই সাধারণ ধারায় আদালতে প্রেরণ করে। আমি বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণকারীর যথাযথ আইনে বিচার চাই। এ ব্যাপারে অভিযুক্ত ইউসুফআলীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App