×

বিনোদন

ফিরছেন এষা দেওল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:২৮ পিএম

ফিরছেন এষা দেওল
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী এষা দেওল অনেক দিন পরে আবারো অভিনয়ে ফিরেছেন। বিয়ের পর সংসার নিয়ে ব্যস্ত ছিলেন, সন্তানের মা হয়েছেন। এবার একটি চ্যালেঞ্জিং চরিত্র নিয়ে হাজির হতে যাচ্ছেন। তার ভক্তদের জন্য সুখবর হলো তার নতুন ছবিটি তারা দেখতে পারবেন টিকিট ছাড়াই। অ্যাসরটেড মোশন পিকচার্স ও এসএসওয়ান এন্টারটেইনমেন্ট প্রযোজিত, রাম কমল মুখোপাধ্যায় এবং অভ্র চক্রবর্তী পরিচালিত ছবি ‘কেকওয়াক’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন এই খ্যাতিমান নায়িকা। আগামী ১৭ ফেব্রুয়ারি ভায়াকম নেটওয়ার্কের টেলিভিশন চ্যানেল ‘রিশতে সিনেপ্লেক্স’-এ মুক্তি পাবে এই স্বল্পদৈর্ঘ্যরে ছবিটি। এই প্রথম কোনো ভারতীয় স্বল্পদৈর্ঘ্যরে ছবি মুক্তি পেতে চলেছে দেশের একটি প্রথম সারির মুভি চ্যানেলে। ওইদিন সন্ধ্যা ৬টায় ‘কেকওয়াক’ ছবিটি দেখা যাবে ওই চ্যানেলে এবং একই সঙ্গে ‘ভুট’ অ্যাপে। এক পাঁচতারা হোটেলের মহিলা শেফকে কেন্দ্র করে এগিয়েছে ছবি কাহিনী। হঠাৎ ঘনিয়ে ওঠা পেশাগত ও ব্যক্তিগত জীবনের সংকটের কীভাবে মোকাবেলা করে সে, সেই নিয়েই নির্মিত হয়েছে এই রুদ্ধশ্বাস ২৭ মিনিটের ছবিটি। এষা দেওল ছাড়া এই ছবিতে আরো অভিনয় করেছেন তরুণ মালহোত্রা এবং অনিন্দিতা বোস। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন শৈলেন্দ্র সায়ন্তী এবং গান গেয়েছেন রূপালী জগ্গা। বহুদিন পরে ফেরা প্রসঙ্গে এষা বলেন, রাম কমলের ওপর আমার সম্পূর্ণ ভরসা ছিল। আমি জানতাম ও যেটা তৈরি করবে সেটা অসাধারণ কিছু একটা হবেই। আরো ভালো লাগছে যে দেশের এক নম্বর মুভি চ্যানেলে এই প্রথম কোনো স্বল্পদৈর্ঘ্য ছবি মুক্তি পাবে এবং সেটা আমার। আশা করি, দর্শকের ভালো লাগবে এই ছবিটি। অভ্র চক্রবর্তী বলেন, এষা দেওলের মতো অভিনেত্রীর সঙ্গে কাজ করাটা একটি দারুণ অভিজ্ঞতা। প্রযোজক সংস্থাকে ধন্যবাদ, এই সুযোগ দেয়ার জন্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App