×

জাতীয়

ঝিনাইগাতীতে চেয়ারম্যান পদে আ’লীগের একক প্রার্থী নাইম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০১:০৫ পিএম

ঝিনাইগাতীতে চেয়ারম্যান পদে আ’লীগের একক প্রার্থী নাইম

এসএমএ ওয়ারেজ নাইম

শেরপুরের ঝিনাইগাতীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাশীন দল আওয়ামীলীগের একক প্রার্থী নির্বাচিত হয়েছে এসএমএ ওয়ারেজ নাইম। তিনি উপজেলা আওয়ামীলীগের গত ২০ বছর ধরে সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। গত ২ ফেব্রুয়ারী শনিবার রাতে উপজেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভায় তৃণমূলের সমর্থনে তিনি একক প্রার্থী নির্বাচিত হন। এ সময় জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানা যায়, নাইম এর আগে দু’বার উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করে বিএনপি প্রার্থীর কাছে পরাজিত হন। দলীয় নেতাকর্মীদের মতে নাইম পরাজিত হওয়ার মূল কারণ ছিল বিদ্রোহী প্রার্থী ও দলীয় কোন্দল। দলীয় নেতাকর্মীদের অভিযোগ ওই দু’নির্বাচনে আওয়ামীলীগের হাইব্রীড নেতারা স্থানীয় নির্বাচন ইস্যু সৃষ্টি করে বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচন অংশ করেন। এবারের নির্বাচনেও এ ইস্যু সৃষ্টির সম্ভাবনা বিদ্যমান রয়েছে বলে জানান দলীয় নেতাকর্মীরা । এবারের নির্বাচনে আওয়ামীলীগ থেকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে গণসংযোগ করে আসছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রলীগের সভাপতি ফারুক আহমেদ ও সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিলন। এদের মধ্যে কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ গ্রহণ করবেন বলেও শোনা যাচ্ছে। এ নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ না করলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করবেন বর্তমান উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশা। বিগত নির্বাচনে দুদকের একটি মামলায় কারাগারে থেকে নির্বাচনে অংশ নিয়ে আওয়ামীলীগ প্রার্থী এসএমএ ওয়ারেজ নাইমকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App