×

খেলা

জয়ে ফিরল মুক্তিযোদ্ধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৩২ পিএম

জয়ে ফিরল মুক্তিযোদ্ধা

গোপালগঞ্জের পর এবার নোয়াখালী মাতালো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। আজ সোমবার নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে প্রিমিয়ার ফুটবল লিগে নিজেদের চতুর্থ ম্যাচে তারা ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক নোফেল স্পোর্টিং ক্লাবকে। এতে চার ম্যাচে দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে উঠলো টেবিলের ষষ্ঠ স্থানে।

মুক্তিযোদ্ধাকে প্রথম জয় উপহার দিয়েছিলেন আইভরি কোস্টের ফরোয়ার্ড বাল্লো ফামোসা। গোপালগঞ্জে তার হ্যাটট্রিকে শেখ জামালকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল আবদুল কাইয়ুম সেন্টুর দল। দিদিয়ের দ্রগবার দেশের এ ফুটবলার এবার জোড়া গোল করেছেন নোয়াখালীতে। চার রাউন্ড শেষে ৫ গোল নিয়ে গোলদাতাদের শীর্ষে উঠে এলেন বাল্লো।

ম্যাচের তৃতীয় মিনিটেই মুক্তিযোদ্ধাকে এগিয়ে দেন বাল্লো। বাম প্রান্ত থেকে ইউসুকো কাতোর ফ্রি কিক থেকে হেডে গোল করেন বাল্লো।

স্বাগতিকরা ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিলেন পিছিয়ে পড়ার ৫ মিনিটের মধ্যেই। কিন্তু আকবর হোসেন রিদনের হেড মুক্তিযোদ্ধার গোলরক্ষক হিমেল লুফে নিলে গোলবঞ্চিত হয় স্বাগতিকরা।

৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে অতিথি দলটি। এবারও গোল সেই বাল্লোর। বাম দিক দিয়ে ঢুকে ইউসুকো কাতো ক্যাটব্যাক করলে শট নেন মুক্তিযোদ্ধার মিডফিল্ডার মোহাম্মদ সোহেল। পোস্টের সামনে দাঁড়ানো বাল্লো ফামোসা ডান পায়ের আলতো টোকায় বল জালে পাঠিয়ে দেন গোলরকক্ষকের মাথার উপর দিয়ে।

শেষ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি নোফেল। দুর্ভাগ্য স্বাগতিকদের, মাসুদ মৃধার ফ্রি কিক থেকে এলিটা বেনজামিনের হেড ফিরে আসে পোস্টে লেগে।

নোফেল স্পোর্টিং ক্লাবের এটি তিন ম্যাচে তৃতীয় হার। ফলে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ রানার্সআপ হয়ে প্রিমিয়ারে ওঠা দলটি এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App