×

জাতীয়

কালকিনিতে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা : মহিলাসহ আহত-৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:০২ পিএম

কালকিনিতে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা : মহিলাসহ আহত-৭
পূর্ব শত্রু তার জের ধরে মাদারীপুরের কালকিনিতে মোঃ আবদুস সোবাহান হাওলাদার নামের এক মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকালে এ হামলার ঘটনা ঘটে। হামলায় মহিলাসহ কমপক্ষে ৭জন আহত হয়েছে। এ বিষয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। হামলার ঘটনায় ডাসার থানার পুলিশ সিরাজ বয়াতী নামের ১জনকে আটক করেছে। ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে, উপজেলার কাজীবাকাই এলাকার দক্ষিন ভাউতলী গ্রামের মুক্তিযোদ্ধা আবদুস সোবাহানের সঙ্গে একই গ্রামের লিটন বয়াতির দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছে। এর জের ধরে মুক্তিযোদ্ধা সোবাহানের সঙ্গে লিটন বয়াতির তর্কবিতর্ক হয়। এক পর্যায় লিটন বয়াতির নেতৃত্বে শিরাজ বয়াতি ও রফিক বয়াতিসহ বেশ কয়েকজন মিলে মুক্তিযোদ্ধা সোবহানকে মারধর করে। এতে বাধা দিলে আহত হন মুক্তিযোদ্ধার মেয়ে মৌসুমী, তাসলিমা, জামাতা জামাল আকন, আশ্রাফ হোসেন, রাজন হাওলাদার ও ছত্তার হাওলাদাসহ ৭জন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে। এ হামলার ঘটনায় মুক্তিযোদ্ধা সোবহান বাদী হয়ে উপজেলার ডাসার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে সিরাজ বয়াতী নামের এক হামলাকারীকে আটক করেন। ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আবদুস সোবাহান বলেন, ‘মাদক সেবনে বাধা দেয়ায় আমার উপর এবং আমার পরিবারের উপর হামলা চালানো হয়। এসময় আমার জামাতার পকেট থেকে টাকা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।’ তবে অভিযুক্ত লিটন বয়াতিকে এলাকায় পাওয়া যায়নি। এ ব্যাপারে ডাসার থানার ওসি (তদন্ত) মোঃ নাসিরউদ্দিন বলেন, ‘মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App