×

জাতীয়

সিলেটে অটোরিকশা শ্রমিকদের সঙ্গে ট্রাফিক বিভাগের সভা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৫৭ পিএম

‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিলেটেও জাঁকজমকপূর্ণ পরিবেশে পুলিশ ‘সেবা সপ্তাহ’ ২০১৯ পালিত হয়েছে।

এরই অংশ হিসেবে গত শনিবার রাত ৯টায় পুলিশ সেবা সপ্তাহের শেষ দিনে সিলেট মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগ আয়োজিত অটেরিকশা সিএনজি শ্রমিক নেতাদের সঙ্গে ট্রাফিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা অটেরিকশা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি. নং-৭০৭ এর সভাপতি জাকারিয়ার আহমদের সভাপতিত্বে ও ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) হাবিবুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রাপলিটন পুলিশ ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার আশিকুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর হানিফ মিয়া, সার্জেন্ট স্বপ্ন তালুকদার, ট্রাফিক পুলিশ সদস্য রেজাউল করিম আলম।

সিলেট জেলা অটেরিকশা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি. নং-৭০৭ এর আম্বরখানা-বাধাঘাট শাখার সভাপতি খালিক মিয়া, জিন্দাবাজার মুক্তিযোদ্ধা শাখার সহসভাপতি আব্দুল হামিদসহ বিভিন্ন শাখার নেতা ও ৭০৭-এর শ্রমিক ইউনিয়নের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সালেহ আহমদ ও গীতা পাঠ করেন পীযুষ কান্তি তালুকদার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App