×

জাতীয়

মাদারীপুরে হাজার বছরের পুরাতন সিলেবাস অনুযায়ী এসএসসি পরীক্ষা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৩৯ পিএম

মাদারীপুরে হাজার বছরের পুরাতন সিলেবাস অনুযায়ী এসএসসি পরীক্ষা
মাদারীপুরে হাজার বছরের পুরাতন সিলেবাস অনুযায়ী এসএসসি পরীক্ষা
মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্র পরীক্ষায় ২০১৮ সালের প্রশ্ন ও এক হাজার বছরের পুরাতন ১০১৯ সালের সিলেবাস অনুযায়ি নৈর্ব্যেত্তিক প্রশ্ন দিয়ে পরীক্ষা নেয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে পরীক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের আশ্বাসে সড়কে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এ ঘটানায় রবিবার সকালে ওই পরিক্ষা কেন্দ্রের সচিবসহ ২৬জন শিক্ষককে অব্যহতি দিয়েছে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। রবিবার অন্য শিক্ষকদের দিয়ে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা নেয়া হয়েছে। উল্লেখ্য খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রের তথ্য মতে, ২০১৯ সালের এবারের এসএসসি পরীক্ষায় ওই পরীক্ষা কেন্দ্রে মোট ৬শ’ ৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে বেশ কয়েকজনকে ২০১৮ সালের পুরনো প্রশ্নপত্র ও ১০১৯ সালের নৈর্ব্যেত্তিক প্রশ্ন দেয়া হয়। পরীক্ষা চলাকালীন সময়ে এই সমস্যার প্রতিবাদ করলেও পরীক্ষা কেন্দ্র থেকে কোন প্রকার সমাধান করা হয়নি। পরে পরীক্ষা শেষে সকল শিক্ষার্থীরা একত্রে হয়ে কালকিনি-খাসেরহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। প্রায় দুইঘন্টা পরে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামের আশ্বাসে সড়কের অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, এ ঘটানায় রবিবার সকালে ওই পরিক্ষা কেন্দ্রের সচিবসহ ২৬জন শিক্ষককে অব্যহতি দেয়া হয়েছে। তারা আগামী কোন পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবে না। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। রবিবার অন্য শিক্ষকদের দিয়ে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা নেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App