×

আন্তর্জাতিক

ভারতের বিহারে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৬ এএম

ভারতের বিহারে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৭

বিহারে ট্রেন লাইনচ্যুত

ভারতের বিহারে ট্রেন লাইনচ্যুত হয়ে সাতজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। উদ্ধার কাজও শুরু হয়ে গেছে। জি নিউজের খবরে তা বলা হয়েছে। রবিবার ভোর ৪টার দিকে বিহারের হাজিপুরে দিল্লিগামী ‘সীমাঞ্চল এক্সপ্রেস’র ৯টি বগি লাইনচ্যুত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে। দেশটির রেলমন্ত্রী পীযুষ গোয়ালাও টুইটারে দুর্ঘটনার খবরটি শেয়ার করেছেন। ভারতীয় রেল কতৃপক্ষ জানিয়েছে, ৩.৫২ মিনিটের দিকে মেহনার রোড দিয়ে ট্রেনটি যাচ্ছিল। তার কিছুক্ষণ পরই এই দুর্ঘটনাটি ঘটেছে। শোনপুর ও বরাউনি থেকে চিকিৎসক ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছেন। পূর্ব রেলওয়ের মুখপাত্র রাজেশ কুমার জানান, লাইনচ্যুত বগিগুোর মধ্যে রয়েছে স্লিপারের এস ৮, এস ৯ ও এস ১০ , একটি জেনারেল বগি, একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগি (বি৩)। আহতদের অনেকে জানিয়েছেন, ভোরে মারাত্মক শব্দে ঘুম ভেঙে যায়। এ সময়ই শাহাদাই বুজুর্গের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App