×

তথ্যপ্রযুক্তি

নতুন ফোরজি স্মার্টফোন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৪৩ পিএম

নতুন ফোরজি স্মার্টফোন
আকর্ষণীয় ডিজাইনের নতুন ফোরজি ফোন বাজারে ছেড়েছে ওয়ালটন। যার মডেল ‘প্রিমো আরফাইভ প্লাস’। দেশে তৈরি সাশ্রয়ী মূল্যের ফোনটিতে ব্যবহৃত হয়েছে ৩ জিবি র‌্যাম। ফোনটির দাম মাত্র ১০ হাজার ৯৯৯ টাকা। ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, এই ফোনটি ‘আর’ সিরিজের ‘প্রিমো আরফাইভ’ মডেলের আপগ্রেডেড ভার্সন। আগের মডেলটি ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। যার ফলে র‌্যামসহ বেশকিছু ফিচার বাড়িয়ে নতুন মডেলটি বাজারে ছেড়েছে ওয়ালটন। তিনি জানান, অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমে পরিচালিত ‘প্রিমো আরফাইভ প্লাস’ মডেলে ব্যবহৃত হয়েছে ১৪৪০ বাই ৭২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.৭২ ইঞ্চির আইপিএস ডিসপ্লে। পাওয়ার ভিআর জিই৮১০০ গ্রাফিক্সসমৃদ্ধ এই ফোনে রয়েছে ১.৩ গিগাহার্জ গতির কোয়াড কোর প্রসেসর, ৩ জিবি ডিডিআরথ্রি র‌্যাম, ১৬ জিবি স্টোরেজ এবং ৩ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। এর পেছনে আছে এফ২.০ অ্যাপারচার সমৃদ্ধ বিএসআই ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, যাতে পোর্টরেইড, টাইম ল্যাপস, সুপার পিক্সেলসহ বিভিন্ন আকর্ষণীয় মোডে ছবি তোলার সুবিধা রয়েছে। এর সামনের ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। এলইডি ফ্ল্যাশযুক্ত উভয় ক্যামেরায় ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে। নীল এবং কালো রঙের ওটিজি সাপোর্টেড ফোনটির সুরক্ষায় রয়েছে ফেস আনলক ও ফিংগারপ্রিন্ট সেন্সর। দেশে তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা এক বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন ক্রেতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App