×

জাতীয়

গোপন ব্যালটে আওয়ামী লীগের ৩ প্রার্থী চূড়ান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৫৮ পিএম

গোপন ব্যালটে আওয়ামী লীগের ৩ প্রার্থী চূড়ান্ত
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় কাউন্সিলরদের গোপন ব্যালটের মাধ্যমে জেলার শিবচরে উপজেলায় চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বর্ধিত সভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি সামসুদ্দিন খান,ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান বিএম দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জেলা পরিষদের সদস্য আয়শা সিদ্দিকা মুন্নী চূড়ান্ত হয়েছেন। উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দলীয় কাউন্সিলররা গোপন ভোটের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করেন। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে সকল প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করে নিলে একক প্রার্থীই চূড়ান্ত হয় । নির্বাচনের মাধ্যমে দলীয় প্রার্থী চূড়ান্ত এ প্রক্রীয়ায় চীফ হুইপ ও আওয়ামীলীগ সংসদীয় দলের সাধারন সম্পাদক নূর-ই-আলম চৌধুরী, সভাপতি সাহাবুদ্দিন মোল­া, সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী,সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে,জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ রেজাউল করিম তালুকদার,জেলা আওয়ামীলীগ পৌর মেয়র আওলাদ হোসেন খান, মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ বিপুল পরিমান নেতা কর্মী উপস্থিত। ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গোপন ব্যালট ও স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহন করেন। প্রক্রিয়ায় চীফ হুইপ ও আওয়ামীলীগ সংসদীয় দলের সাধারন সম্পাদক নূর-ই-আলম চৌধুরী বলেন, দলীয় প্রার্থী নির্ধারনে গনতান্ত্রিক ধারা বজায় রাখতে আমরা গোপন ব্যালটের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করেছি। এতে সাংগঠনিক তৎপরতা আরো বৃদ্ধি পাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App