×

জাতীয়

কাপ্তাইয়ের খন্তাকাটা-কোদালা খাল পুনঃখনন বন্ধ করে দিয়েছে দুবৃত্তরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:২৪ পিএম

কাপ্তাইয়ের খন্তাকাটা-কোদালা খাল পুনঃখনন বন্ধ করে দিয়েছে দুবৃত্তরা
কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের খন্তাকাটা-কোদালা খাল পুনঃখননের কাজ বন্ধ করে দিয়েছে চাঁদাবাজ নামে দুর্বৃত্তরা। ঠিকাদার পক্ষ চাঁদা না দেওয়ায় গত ২১ জানুয়ারী ২০১৯ থেকে প্রায় অর্ধ কোটি টাকার খাল পুনঃখননের কাজ বন্ধ রয়েছে বলে ঠিকাদার পক্ষ থেকে গত ৩১ জানুয়ারী কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিতভাবে অভিযোগ পত্র দাখিল করেন মেসার্স গরীবে নেওয়াজ এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী ঠিকাদার মোঃ রাশেদুজ্জামান চৌধুরী শিমুল। এছাড়াও অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি দাখিল করেন, জেলা প্রশাসক রাঙ্গামাটি, অধিনায়ক কাপ্তাই সেনা জোন, অধিনায়ক ৪১ বিজিবি কাপ্তাই, অধিনায়ক ডিজিএফআই কাপ্তাই শাখা, নির্বাহী প্রকৌশলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, অফিসার ইনচার্জ চন্দ্রঘোনা থানা ও কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদকের বরাবরে। এছাড়াও ঠিকাদার প্রতিনিধি চিরঞ্জীব চাকমা আরো বলেন, স্থানীয় কিছু স্বার্থান্বেষী মহল সরকারের প্রধানমন্ত্রীর ভাবমুর্তি নষ্ট করতে একটি যুগোপযোগী প্রকল্পের অগ্রগতির কর্মকান্ড ও উন্নয়নে নানা অজুহাতে বাধা সৃষ্টি করার ষড়যন্ত্রে অদ্যাবধি লিপ্ত রয়েছে দুর্বৃত্তরা। ফলে দ্রুত গতিতে যে কাজটি চলছিল তা এখন বন্ধ হওয়ায় এলাকার খাল খনন উন্নয়নে বাধা সৃষ্টি করে রেখেছে সন্ত্রাসীরা। এ ব্যাপারে পাউবো’র এডিশনাল চীফ সামসুদ্দিন আহম্মেদ প্রধান প্রকৌশলী ড্রেজার অধিদপ্তর, পরিচালক পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মোঃ ইকরাম উল্লাাহ, জেলা পানি সম্পদ উন্নয়ন কমিটির সদস্য ও কৃষি সম্প্রসারণ বিভাগের ডিজি পবন কুমার চাকমা, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার প্রতিনিধিসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকার তথা প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প দেশের ৬৪ জেলায় ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্প (১ম পর্যায়ে) একটি অংশের রাঙ্গামাটির পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার রাইখালী এলাকার খন্তাকাটা-কোদালা খাল পুনঃখনন কাজটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় গত ২৬ ডিসেম্বর ২০১৮ ইং তারিখে। উদ্বোধন কাল থেকে ২০ জানুয়ারী সঠিক এবং সুন্দরভাবে খাল পুনঃখননের কাজ চলছিল। কিন্তু চাঁদাবাজদের বাধা এর্ব হুমকির কারণে কাজটি বন্ধ হয়ে যায়। এছাড়াও কাপ্তাইয়ের সচেতন মহল বলছেন, দখলে দুষণে মরা খালকে পুনঃজীবিত করতে সরকারের প্রধানমন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ বাস্তবায়ন করার লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ ঠিকাদারের মাধ্যমে খন্তাকাটা-কোদালা এলাকায় খাল পুনঃখনন কর্মসূচী চলমান রাখার জোর দাবী জানান। এছাড়ও নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, খন্তাকাটা-কোদালা দুই এলাকার খাল পুনঃখনন প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে এলাকার হাজারো মানুষের সড়ক যোগাযোগ মাধ্যম হবে প্রসার। পাশাপাশি কৃষকের আবাদ হবে ১১ হাজার হেক্টর জমিতে, মরা খালটি হবে দুষণমুক্ত। রাইখালী খন্তাকাটা-কোদালা খাল পুনঃখনন চলমান প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে একটি অভিযোগ ঠিকাদার মোঃ রাশেদুজ্জামান চৌধুরী শিমুলের পক্ষে তার প্রতিনিধি চিরঞ্জীব চাকমা দাখিল করেছেন। তবে বিষয়টি কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল বলেন, এখনো হস্তগত হয়নি বলে নিশ্চিত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App