×

বিনোদন

আরণ্যকের ক্রান্তির মাদল নাট্যোৎসব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:২৭ পিএম

আরণ্যকের ক্রান্তির মাদল নাট্যোৎসব
আরণ্যকের ক্রান্তির মাদল নাট্যোৎসব
স্বাধীনতা-উত্তর বাংলাদেশের নাট্যচর্চায় অগ্রণী ভ‚মিকা রেখে আসছে আরণ্যক নাট্যদল। প্রায় স্বাধীনতার সমান বয়স নিয়ে এ বছর আরণ্যক তাদের শিল্পযাত্রার ৪৭ বছর পূর্ণ করল। এই ঐতিহ্যের ধারাবাহিকতায় দলটি আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘ক্রান্তির মাদল’ শিরোনামে নাট্যোৎসব। উৎসবের স্লোগান ‘বারবার জেগে উঠি মাদলের শব্দে’। পহেলা ফেব্রুয়ারি জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন লেখক ও গবেষক গোলাম মুরশিদ। এই উৎসবকে ঘিরে নবরূপে মঞ্চে ফিরেছে আরণ্যকের সাড়া জাগানো দুটি মঞ্চনাটক ‘রাঢ়াঙ’ এবং ‘সংক্রান্তি’। গতকাল উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চায়িত হয় ‘সংক্রান্তি’। ২০০১ নাটকটি প্রথম মঞ্চে আসে। এরপর মাঝে বেশ কিছুদিন প্রদর্শনী বন্ধ থাকার পর ২০১৮ সালের সেপ্টেম্বরে একটি প্রদর্শনী হয়। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আ খ ম হাসান, মোমেনা চৌধুরী, কৌশিক সাহা, রানা, সাজ্জাদ সাজু, শামীম জামান, শাহ আলম দুলাল, আরিফ হোসেন আপেল, আমানুল হক হেলাল, পরিমল মজুমদার, মামুনুর রশীদ, দিলু মজুমদার, মাহফুজ, অয়ন ঘোষ, কামরুল হাসান, মুগ্ধ, জাহিদ, পারভেজ, তাজু প্রমুখ। নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির ও চঞ্চল চৌধুরী। আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান ও তারিক মাহাবুব রুশো। আবহসঙ্গীত পরিকল্পনা করেছেন পরিমল মজুমদার ও উত্তম চক্রবর্তী। বাদ্যযন্ত্রী হিসেবে আছেন পরিমল মজুমদার, আমিনুল হক, অয়ন ঘোষ ও উত্তম চক্রবর্তী। নেপথ্য কণ্ঠ আমিনুল হক ও পরিমল মজুমদার। দ্রব্যসামগ্রী আপেল, কামরুল, অয়ন ও বাপ্পা। এদিকে গত শনিবার সন্ধ্যায় পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চায়িত হবে দলটির আরেকটি সাড়া জাগানো নাটক ‘রাঢ়াঙ’। সাঁওতালি শব্দ ‘রাঢ়াঙ’, যার অর্থ দূরাগত মাদলের ধ্বনিতে জেগে ওঠার আহ্বান। ভারতীয় উপমহাদেশে ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যারা প্রথম সশস্ত্র প্রতিরোধে রুখে দাঁড়ায় তারা সাঁওতাল। ১৭৮৪ সালে হাজারীবাগ জেলার কালেক্টর ক্লিভল্যান্ডকে হত্যার মধ্য দিয়ে এর সূত্রপাত। তারপর ১৮৫৫ সালে সিঁধু, কানু, চাঁদ ও ভৈরবের নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ এক ঐতিহাসিক প্রতিরোধ। যার পরবর্তী অধ্যায় সর্বভারতীয় প্রতিরোধ ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ। এ অঞ্চলের আদিবাসীদের ভূমির অধিকারের লড়াইয়ে সাঁওতালদের অবদান একটি কিংবদন্তিসম উপাখ্যান। ভারত বিভক্তির পর ইলা মিত্রের নেতৃত্বে নাচোলের কৃষক আন্দোলনে সাঁওতালদের ভ‚মিকা আজো সংগ্রামী কৃষক ও আদিবাসীদের অধিকার আদায়ের লড়াইয়ে এক আলোকবর্তিকা। ২০০০ সালে স্বাধীন বাংলাদেশের নওগাঁয় আলফ্রেড সরেনের নেতৃত্বে ভ‚মির জন্য লড়াই ও আলফ্রেড সরেনের আত্মত্যাগ, সাঁওতালদের এই দীর্ঘ সংগ্রামের বিশাল উত্তরাধিকারকে মঞ্চে তুলে ধরার প্রয়াসই রাঢ়াঙ। এই নাটকের অভিনয় করছেন নিকিতা নন্দিনী, শামীমা শওকত লাভলী, রুবলী চৌধুরী, নিকিতা নন্দিনী, সাজ্জাদ সাজু, উর্মি হোসেন, শামীমা শওকত লাভলী, রুহুল আমিন, কামরুল হাসান, আমানুল হক হেলাল, বাপ্পাদিত্য চৌধুরী, রেজওয়ান পারভেজ, রুহুল আমিন, অপু মেহেদী, দিলু মজুমদার, আরিফ হোসেন আপেল, হাশিম মাসুদ, সাজ্জাদ সাজু প্রমুখ। আরণ্যকের প্রধান সম্পাদক এবং এই দুটি নাটকের রচয়িতা ও নির্দেশক মামুনুর রশীদ বলেন, আরণ্যক নাট্যদল পথচলার ৪৭ বছর পূর্ণ করেছে। এটা আমাদের জন্য যেমন আনন্দের, বাংলাদেশের নাট্যাঙ্গনের জন্যও বিষয়টি গৌরবের। আমরা এবার ‘ক্রান্তির মাদল’ শিরোনামে এই উৎসব আয়োজন করছি। উৎসবের স্লোগান ঠিক করা হয়েছে ‘বারবার জেগে উঠি মাদলের শব্দে’। উৎসবের শিরোনাম এবং স্লোগান দেখেই কিছুটা আঁচ করা যায় এই উৎসবের মর্মবাণী। আরণ্যক সব সময় শ্রেণি-সংগ্রামের নাটক করে আসছে। এই উৎসবেও আমরা মানুষের জেগে উঠার লড়াইয়ের গল্পই বলছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App