×

বিনোদন

সোনালি যুগ সোনালি জুটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৪৩ পিএম

সোনালি যুগ সোনালি জুটি
ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু। এই জুটিকে নিয়ে বিশেষ ফিচার...
  এম রহমান ইলিয়াস কাঞ্চন তার লম্বা ক্যারিয়ারে নানা কারণে আলোচিত হয়েছেন। একটা সময় তাকে ঘিরে আলোচনার অনেকটা জুড়েই থাকত তার নায়িকা ভাগ্য। ইন্ডাস্ট্রির সিনিয়র-জুনিয়র কোনো নায়িকার সঙ্গেই জুটি বাঁধতে দ্বিধা করেননি কাঞ্চন। বলিউডের ঋষি কাপুরের মতো তিনিও হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে যেমন গাছ ধরে নেচেছেন, তেমনই প্রতিষ্ঠিত নায়িকার সঙ্গে সমুদ্র স্নানেও পারদর্শিতা দেখিয়েছেন। তার বিশাল নায়িকা তালিকা থেকে একজন নায়িকার সঙ্গে তার স্ক্রিন ক্যামেস্ট্রি ছিল একেবারেই আলাদা। কারণ এই নায়িকাটির সঙ্গে কাঞ্চন দিয়েছেন ক্যারিয়ারের সবচেয়ে সফল ছবি। পাঠক নিশ্চয়ই এতক্ষণে ধরে ফেলেছেন; বলা হচ্ছে অঞ্জু ঘোষ ও অদ্বিতীয় ‘বেদের মেয়ে জোছনা’র কথা। ১৯৮৯ সালে মুক্তি পায় ‘বেদের মেয়ে জোছনা’। দর্শকপ্রিয়তায় মাইলফলক তৈরি করে ছবিটি। কাঞ্চন-অঞ্জু জুটিকে দর্শকরা তাদের মনের মণিকোঠায় জায়গা দেয়। এই জুটির খ্যাতি এ ছবি থেকেই তুঙ্গস্পর্শ করে। ‘বেদের মেয়ে জোছনা’র পর আরো কিছু সুপারহিট উপহার দেন কাঞ্চন-অঞ্জু। বলাই বাহুলা, ছবিগুলোর প্রায় প্রতিটিই ফোক-ফ্যান্টাসি ছবি। এ ধারার ছবির এক দুর্দান্ত জুটি হয়ে ওঠেন কাঞ্চন-অঞ্জু। তারা কিন্তু এক ধারাতেই সীমাবদ্ধ থাকেননি। সামাজিক, রোমান্টিক, অ্যাকশন; সব ধারার ছবিই কাঞ্চন-অঞ্জু করেছেন। কাঞ্চনের নিজস্ব প্রযোজনায় কাজ করেছেন অঞ্জু। শিবলী সাদিক পরিচালিত ‘খুনী আসামী’ নামের এ ছবিটি মুক্তি পেয়েছে ১৯৯৩ সালে। যে কোনো ধারার ছবিতেই কাঞ্চন-অঞ্জু সাবলীলভাবে অভিনয় করেছেন। দুজনেই ছিলেন সব রকম অভিনয়ে দক্ষ। তারা কোনো নির্দিষ্ট গণ্ডির অভিনয়ে আটকে থাকেননি। কাঞ্চন-অঞ্জু প্রায় অর্ধশত ছবিতে অভিনয় করেছেন। ছবিগুলোর মধ্যে রয়েছে আয়না বিবির পালা, শঙ্খমালা, দাগী, পুষ্পমালা, দায়ী কে, শিকার, নিষ্পত্তি, দুর্নাম, আইন আদালত, কসম, কৈফিয়ত, আদেশ, রাজার মেয়ে, দায়িত্ব, রঙ্গিলা, প্রেমযমুনা, রক্তের বদলা, গাড়িয়াল ভাই, প্রেমসোহাগী, অচিন দেশের রাজকুমার, দুঃখিনী বধূ ও শয়তান যাদুকর, আজকের বাদশা, পাষাণ ইত্যাদি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App