×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে জাল ভিসা ও পাসপোর্ট ব্যবসার সঙ্গে জড়িত ১২৯ ভারতীয় আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০১:২৭ পিএম

যুক্তরাষ্ট্রে জাল ভিসা ও পাসপোর্ট ব্যবসার সঙ্গে জড়িত ১২৯ ভারতীয় আটক
জাল ভিসা ও পাসপোর্ট ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে ১২৯ ভারতীয় নাগরিককে আটক করেছে যুক্তরাষ্ট্র। রীতিমতো ফাঁদ পেতে তাদের আটক করে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। সংস্থাটি জানিয়েছে, একদল ভারতীয় এই অবৈধ চক্র চালাতেন। তারা ছাত্র পরিচয় দিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি, অ্যাটলান্টা, হোস্টন, মিশিগান, ক্যালিফোর্নিয়া, লোসিনিয়া, নর্থ ক্যারোলিনা এবং স্টেট লুইস রাজ্য থেকে এই ১২৯ জনকে আটক করা হয়। প্রায় ৬০০ ছাত্রছাত্রী চক্রের শিকার হয়েছিলেন। অভিযুক্তদের ধরতেই ভুয়া বিশ্ববিদ্যালয় খুলতে হয়েছে হোমল্যান্ড নিরাপত্তা তদন্তকারী সংস্থাকে। ভারতের এনডিটিভি’র খবরে বলা হয়, আটক ১৩০ ছাত্রের মধ্যে ১২৯ জনই ভারতীয়। এই প্রথমবার যুক্তরাষ্ট্রে এত সংখ্যক ভারতীয়কে একসঙ্গে আটক করা হলো। হোমল্যান্ড নিরাপত্তা তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, জাল পাসপোর্ট ও ভিসা ব্যবসায়ীদের ধরতে তারা ডেট্রয়েটে ফার্মিংটন হিলস বিশ্ববিদ্যালয় চালু করে। সেই ফাঁদেই পা দেন আটকরা। অবশ্য এই বিশ্ববিদ্যালয়টি ভুয়া, একথা অভিযুক্তরাও জানতেন। তারপরও তারা এখানে ভর্তি হন। ভারতীয় দূতাবাস আটক শিক্ষার্থীদের সাহায্যের জন্য ২৪ ঘণ্টার হটলাইন চালু করেছে। ভারতীয় ছাত্রদের সঙ্গে যোগাযোগের জন্য একজন নোডাল অফিসারকে নিযুক্ত করা হয়েছে। আটক হওয়া ছাত্র, তাদের বন্ধু এবং পরিবারের সদস্যরা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, তাদের পক্ষ থেকে আটক হওয়া ভারতীয় নাগরিকদের সহায়তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App