×

সাহিত্য

নারী জীবনের এক বিশুদ্ধ উপন্যাস মমতাজ বেগমের ‘নিগড়’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০২:২৪ পিএম

নারী জীবনের এক বিশুদ্ধ উপন্যাস মমতাজ বেগমের ‘নিগড়’
জীবন সংগ্রামের পদে পদে নানা চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে বেড়ে ওঠা নারী ‘অরুন্ধুতী’র জীবনের উপন্যাস ‘নিগড়’ । এ উপন্যাসে লেখক মমতাজ বেগম তার আত্ম উপলব্ধির সুচারু উপস্থাপনায় প্রকাশ করেছেন এক নারীর জন্ম থেকে পরিণত বয়স পর্যন্ত এগিয়ে যাওয়ার গল্প। প্রকাশিত হয়েছে নারীর পদে পদে দৃশ্যমান কিংবা অদৃশ্য ‘নিগড়’ তথা নানামুখি শৃংখল। অরুন্ধুতী জীবনের এগিয়ে যাওয়ায় চিৎসক হিসেবে প্রতিষ্ঠা ও আশা নিরাশার অনবদ্য প্রকাশ পেয়েছে এ উপন্যাসে। সুদর্শনা ও রুচিশীল অরুন্ধুতী’র জীবনে আসা প্রেম, বিরহ, বিচ্ছেদ নিয়ে ক্রমে ক্রমে চরম নাটকিয়তার দিকে এগিয়ে যায় ‘নিগড়’ এর কাহিনী। একজন চিকিৎসক হিসেবে সফল এ নারীর দেশে- প্রবাসে সুখেদুখের নানা সময়ের সুনিপুন বর্ণনা আর মহান মুক্তিযুদ্ধের সময় অন্যান্য সকলের মত নারী জীবনের বিড়ম্বনাও সুচারু উপস্থাপনায় ফুটিয়ে তুলেছেন লেখক। এবারের বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে লালিত্য প্রকাশনির সূচীপত্র ব্যানারে ৪০৩ নম্বর স্টলে। গত ১ ফেব্রæয়ারী’১৯ শুক্রবার বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা জেলা শাখার সভাপতি মাগুরার প্রবীণ নারী নেত্রী মমতাজ বেগমের প্রথম উপন্যাস ‘নিগড়’ প্রকাশিত হয়। ঢাকা মালিবাগ বিজ্ঞান কলেজ মিলনায়তনে ওইদিন ছিল বিশিষ্ট জনের মিলন মেলা। নিগড় উপন্যাসের প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন দেশের অন্যতম প্রধান ফার্মাসিউটিক্যালস কোম্পানী ইনসেপটা’র ভাইস প্রেসিডেন্ট হাসনিন মুক্তাদির, ইনসেপ্টার এমডি আব্দুল মুক্তাদির, বাণিজ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব এক সময়ে মাগুরার এনডিসি রেজওয়ান হোসেন, রেলমন্ত্রীর পিএস ও মাগুরার সাবেক জেলা প্রশাসক আতিকুর রহমানসহ অন্যরা। উপাধ্যক্ষ ইমাম জাফর জিবরুতের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালিত্য প্রকাশনির সত্ত¡াধিকারি মোঃ ওবায়দুর রহমান লাভলু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথা বিরোধী কবি সুশান্ত কুমার, মাগুরাবার্তার সম্পাদক রূপক আইচ, সাংবাদিক কবির হোসেন, অধ্যাপক মনি মোহন মন্ডল, উম্মে সালমা বেগম, জিনাত ফেরদৌস, গুলসান আরা, সাহানারা বেগম, গোলাম মোহাম্মদ আলিমুদ্দীন, ডা. রুবাইয়াৎ ওহাব, কবি লিটন ঘোষ জয়, শ্রাবণী বিশ্বাস, লালিত্য রহমান, আতাউর রহমান তমালসহ অন্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App