×

শিক্ষা

নকলমুক্ত পরিবেশে বাউফলে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:২৬ পিএম

নকলমুক্ত পরিবেশে বাউফলে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা
সারা দেশের মতো বাউফলেও শুরু হয়েছে এসএসসি, দাখিল ও ভকেশনাল পরীক্ষা। এবছর বাউফলে মোট ৭ হাজার ৮৯১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এরমধ্যে এসএসসিতে ৫ হাজার ৪৪৩, দাখিলে ২ হাজার ১৯৬ এবং ভকেশনালের ২৫২ জন পরীক্ষার্থী রয়েছে। নকলমুক্ত পরিবেশে এবং সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে জানিয়েছেন, এবছর বাউফলে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ৭টি কেন্দ্র ও ৫টি ভেন্যু, দাখিল পরীক্ষার্থীদের জন্য ৫টি কেন্দ্র ও একটি ভেন্যু এবং ভকেশনাল পরীক্ষার্থীদের জন্য দুইটি কেন্দ্র করা হয়েছে। সকল কেন্দ্র ও ভেন্যুর পরীক্ষাই সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রতিটি কেন্দ্র ও ভেন্যুতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় এসএসসিতে ১৬ এবং দাখিলে ১০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App