×

জাতীয়

দেওয়ানগঞ্জে কৃষক দেলোয়ার হত্যার রহস্য উদঘাটন : গ্রেপ্তার ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১২ পিএম

দেওয়ানগঞ্জে কৃষক দেলোয়ার হত্যার রহস্য উদঘাটন : গ্রেপ্তার ২
জামালপুরের দেওয়ানগঞ্জ কৃষক দেলোয়ার হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। গত ১৭ ডিসেম্বর বিকালে মালার ডিসিষ্ট দেলোয়ার হোসেন দেলু (৪৭) নিজ বাড়ি হতে বাহির হওয়ার পর নিখোঁজ হয়। নিখোজের তিনদিন পর বানিয়াপাড়া নতুন গ্রামের শামছুল হকের বেগুন ক্ষেত হতে পুলিশ দেলোয়ারের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ছেলে সবুজ মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় অজ্ঞাতনামা আসামী দিয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা এসআই ফরহাদ আলী মামলার তদন্ত সাপেক্ষে বানিয়াপাড়া নতুন গ্রামের মোজাম্মেলের মেয়ে স্বামী পরিত্যাক্তা মর্জিনা বেগম (২৪) কে গাাজীপুর জেলার সালনা এলাকা থেকে ২৮জানুয়ারী আটক করে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যা কান্ডের জড়িত থাকার বিষয় স্বীকার করে এবং বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করেন। মর্জিনার স্বীকারোক্তিতে একই গ্রামের আবু বাক্কারের ছেলে শাহার আলী (২৫) কে ৩০জানুয়ারী নিজ বাড়ি থেকে আটক করে জামালপুর বিজ্ঞ আদালতে সোদর্প করেন। এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম আমিনুল হক জানান. দেলোয়ার হত্যা অজ্ঞাতনামা মামলার আসামী মর্জিনা ও শাহার আলীকে মামলার তদন্ত সাপেক্ষ্যে আটক করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে। হত্যাকান্ডের সাথে আরও কেহ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এ হত্যাকান্ডের সাথে যদি আরও কাউকে জড়িত পাওয়া যায় তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App