×

বিনোদন

দলভুক্ত ও দলছুট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:২৪ পিএম

দলভুক্ত ও দলছুট

সিয়াম আহমেদ ও পূজা চেরী

২০১২ সালে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের হাত ধরে ডিজিটাল ছবির জোয়ার শুরু হয়। এই প্রতিষ্ঠানটি হচ্ছে জাজ মাল্টিমিডিয়া। শাহিন সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’ ছবির সাফল্যই নির্মাতাদের ডিজিটাল ছবি নির্মাণে উৎসাহিত করে। এই ছবিতে অভিষেক ঘটে বাপ্পি চৌধুরী ও মাহিয়া মাহির। প্রথম থেকে বাপ্পি এই ব্যানারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েও বাইরের ছবি করতে পেরেছেন। মাহিকে শুরুতে আটকে রাখা হলেও পরে অনুমতি দেয়া হয় বাইরের ছবি করার। মাহি শুরু করেন পরিচালক আবুল খায়ের বুলবুলের একটি ছবি। সেই ছবির কাজ আজ অবধি শেষ হয়নি। আরো কিছুদিন মাহি ছিলেন জাজের সঙ্গে চুক্তিবদ্ধ। পরে মাহি স্বাধীনভাবে ছবি করতে থাকেন। বাপ্পিও চুটিয়ে বাইরের কাজ করেন। ২০১৫ সালে মাহি জাজ থেকে বেরিয়ে যান। ২০১৪ সালের পর বাপ্পিও আর এই ব্যানারে কাজ করেননি। জাজের আবিষ্কার হওয়া সত্ত্বেও দুই জনপ্রিয় শিল্পীর কেউই এখন তাদের আদি প্রযোজকের সঙ্গে গাঁটছড়ায় নেই। মাহি বেরিয়ে গেলে তার জায়গা ভরতে প্রতিষ্ঠানে আসেন নতুন শিল্পী ফাল্গুনী রহমান জলি ও মডেল উপস্থাপিকা নুসরাত ফারিয়া। প্রতিষ্ঠানটির রীতি অনুযায়ী এই দুই শিল্পীও চুক্তিবদ্ধ থাকেন বাইরের প্রযোজকের সঙ্গে কাজ না করার জন্য। ফারিয়া এই ব্যানার থেকে একে একে ‘আশিকী’, ‘ধ্যেততেরিকি’, ‘প্রেমী ও প্রেমী’, ‘বাদশা দ্য ডন’, ‘বস টু’ ছবিগুলোতে অভিনয় করেন। জলি অভিনয় করেন ‘অঙ্গার’, ‘নিয়তি’ ও ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবিতে। ফারিয়ার ঝুলিতে হিট ছবি একটি জমা পড়লেও জলি সুবিধা করে উঠতে পারেননি। ফলে জাজ প্রথমেই জলিকে মুক্ত করে দেয়। দীর্ঘদিন কর্মহীন থাকার পর জলি কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হোন। তার অভিনীত সেসব ছবির কোনোটি এখন পর্যন্ত মুক্তি পায়নি। তাই প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পর জলির ক্যারিয়ার ভাসলো নাকি ডুবলো তা জানতে অপেক্ষা ছাড়া গতি নেই। ফারিয়াও কিছুদিন আগে জাজ থেকে মুক্ত হোন। তিনি শাকিব খানের বিপরীতে ‘শাহেন শাহ’ ছবিতে অভিনয় করছেন। ফারিয়া ও জলির পর জাজে প্রবেশ করেন একজন নায়ক। তার নাম রোশান। ‘রক্ত’ ছবিতে ২০১৬ সালে অভিষেক ঘটে তার। ‘ধ্যেততেরেকি’ এবং ‘বেপরোয়া’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। ‘বেপরোয়া’ মুক্তির আগেই তিনি সম্প্রতি বাইরের ব্যানারে ছবি করার অনুমতি পেয়েছেন জাজের কাছ থেকে। ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘সুন্দরীতমা’ ছবিতে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন রোশান। তার বিপরীতে অভিনয় করবেন অধরা খান। জাজ থেকে অভিষেক হওয়া আরো একজন নায়কও এখন মুক্ত হয়ে কাজ করছেন। তিনি হচ্ছেন সিয়াম আহমেদ। ‘পোড়ামন টু’ এবং ‘দহন’র পর সিয়াম অভিনয় করেছেন ‘ফাগুন হাওয়া’ ছবিতে। এটি ফেব্রুয়ারিতে মুক্তির কথা রয়েছে। সিয়ামের সঙ্গেই অভিষেক হয়েছিল পূজা চেরীর। এই নায়িকাটি এখনো রয়েছেন জাজের গণ্ডির মধ্যে। তিনি বাইরের ব্যানারে কাজের অনুমতি পাননি। যদিও বাইরের প্রযোজকদের কাছে তার চাহিদা রয়েছে। নায়িকা হওয়ার আগে শিশুশিল্পী হিসেবে সবার ছবিই করেছেন পূজা। নায়িকা হওয়ার পর তিনি এক প্রতিষ্ঠানে আটকে আছেন। নির্দিষ্ট প্রতিষ্ঠানে দীর্ঘদিনের জন্য চুক্তিবদ্ধ হওয়া শিল্পীদের জন্য কোনো নতুন ঘটনা নয়। তবে এখন এখন কোনো প্রযোজকই শিল্পীদের চুক্তিবদ্ধ করে কাজ করেন না। এর অন্যতম কারণ, আগের মতো প্রতিষ্ঠিত ব্যানার আর সিনেমায় নেই যারা নতুন শিল্পীদের কয়েক বছরের জন্য চুক্তিবদ্ধ করে নিতেন। চাহিদাসম্পন্ন শিল্পীরও অভাব রয়েছে ইন্ডাস্ট্রিতে। যে কারণে পাশের দেশের মতো চুক্তিবদ্ধ হয়ে শিল্পীদের কাজ করার রেওয়াজ বলতে গেলে উঠেই গেছে। জাজের মতো একটি দুটি প্রতিষ্ঠান এখনো পুরনো রীতি ধরে রেখেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App