×

বিনোদন

এক ছবির বিস্ময়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:১১ পিএম

এক ছবির বিস্ময়
মুক্তি ১৯৯২ সালের সবচেয়ে বড় হিট ছবি ‘চাঁদের আলো’। এ ছবিতে অভিষেক হয়েছিল জাঁদরেল অভিনেত্রী আনোয়ারার মেয়ে মুক্তির। ওমর সানী ও মুক্তি অভিনীত এ ছবিটি তখন নতুন শিল্পীদের জোয়ারকে আরো বাড়িয়ে তুলেছিল। প্রথম ছবি সুপারহিট হওয়ার পরও মুক্তি সিনেমায় ব্যস্ত হননি তখন। তারকাখ্যাতির মোহ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন। চাঁদনী ১৯৯৩ সালের সবচেয়ে আলোচিত জুটির নাম আমিন খান ও চাঁদনী। রথি থেকে চাঁদনী হয়ে সিনেমায় নেমেছিলেন এই সুন্দরী। ‘অবুঝ দুটি মন’ ছবিতে তার সাহসী উপস্থিতি আর গ্ল্যামারে সিনেমা জগতকে চমকে দিয়েছিলেন তিনি। প্রথম ছবির পর নিজেকে গুটিয়ে নিয়েছিলেন চাঁদনী। অসংখ্য সিনেমার প্রস্তাব থাকা সত্তে¡ও তিনি আর রুপালি পর্দার কাছে ফেরেননি। আয়না ১৯৯৭ সালের সুপার-ডুপার হিট রোমান্টিক ছবি ‘হৃদয়ের আয়না’। এ ছবিতে রিয়াজের বিপরীতে আয়না নামে একজন নায়িকার অভিষেক ঘটেছিল। প্রথম ছবি সফল হওয়ার পরও আয়না হারিয়ে যান চিত্রাকাশ থেকে। তার আর কোনো ছবির নামই দর্শকরা মনে রাখতে পারেননি। অনেকদিন পর ফিরে এলেও আর তিনি দর্শকদের মনে জায়গা করতে পারেননি। তামান্না ১৯৯৮ সালের বাম্পারহিট ছবি ‘ভন্ড’। যে ছবি দর্শকদের বিনোদনের প্লাবনে ভাসিয়েছিল। এ ছবিতে জমকালো অভিষেক ঘটেছিল তামান্নার। প্রথম ছবির সাফল্যেই নায়িকাদের দৌড়ে প্রথম সারিতে চলে এসেছিলেন সুইডেন প্রবাসী এ নায়িকা। কিন্তু একগাদা ছবি করলেও তার কোনোটিই আর ‘ভন্ড’কে ছুঁতে পারেনি। ক্যারিয়ার ছুড়ে ফেলে তামান্না শেষে প্রবাস জীবন বেছে নেন। একা ১৯৯৮ সালে কাজী হায়াতের ‘তেজী’ ছবির মারকাটারি সাফল্য শক্ত জমি দিয়েছিল একার পায়ের নিচে। নায়িকা হিসেবে তার প্রতিষ্ঠার পথ হয়েছিল সুগম। কিন্তু প্রথম ছবির সাফল্যের ধারাবাহিকতা ছিল না একার পরবর্তী কাজে। বড় সাফল্য দিয়ে শুরু করেও মাঝারি নায়িকার কাতারে চলে গিয়েছিলেন একা। শেষ পর্যন্ত হারিয়েই গেলেন একা একা! রত্না ২০০১ সালে ‘কেন ভালোবাসলাম’ ছবিতে অভিষেক ঘটেছিল রত্নার। প্রথম ছবিতেই তিনি ছিলেন আলোচিত। তাকে নিয়ে সম্ভাবনার গল্প লিখতে শুরু করেছিলেন নির্মাতারা। প্রথম ছবির সাফল্যকে আরো এগিয়ে নিয়ে যাবেন রত্না, এই ছিল প্রত্যাশা। কিন্তু কোথায় হারিয়ে গেলেন রত্না! সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করেও কাক্সিক্ষত গন্তব্যে পৌঁছতে পারলেন না রত্না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App