×

বিনোদন

সঙ্গীতবিষয়ক প্রতিষ্ঠান করার স্বপ্ন ঝিলিকের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০২:১০ পিএম

সঙ্গীতবিষয়ক প্রতিষ্ঠান করার স্বপ্ন ঝিলিকের

কণ্ঠশিল্পী ঝিলিক

কণ্ঠশিল্পী ঝিলিক তার বাবাকে সঙ্গে নিয়ে একটি সঙ্গীতবিষয়ক প্রতিষ্ঠান গড়ার স্বপ্ন দেখছেন। ঝিলিকের বাবা আব্দুল জলিলও একজন সঙ্গীতশিল্পী। ঝিলিক বলেন, আমার বাবা একজন সঙ্গীতশিল্পী, আমিও পেশাদার একজন সঙ্গীতশিল্পী। তাই আমাদের সামর্থ্যরে মধ্যে সঙ্গীতবিষয়ক একটি প্রতিষ্ঠান গড়ার স্বপ্ন দেখছি। যেখানে আমি আর আমার বাবা যতটুকুই পারি সঙ্গীত বিষয়ে নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে আগ্রহীদের শিক্ষা দেব। সঙ্গীতকে নিয়ে আপাতত এটাই আমার অনেক বড় স্বপ্ন। চেষ্টা করছি দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ নেয়ার। সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা থাকলে নিশ্চয়ই শিগগিরই আমার এই স্বপ্ন পূরণ হবে। আমি মনে করি এ দেশের গানপ্রেমী শ্রোতা-দর্শক আমাকে ভালোবাসে। তাই আমারও উচিত দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করা। এদিকে বর্তমানে স্টেজ মৌসুমে স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন ঝিলিক। আগামী ২ ফেব্রুয়ারি গাজীপুর, ৪ ফেব্রুয়ারি ঢাকার সেনা মালঞ্চ ও লা মেরিডিয়ানে, ৮ ফেব্রুয়ারি কক্সবাজার, ১২ ফেব্রুয়ারি গাজীপুরে স্টেজ শোয়ে সঙ্গীত পরিবেশন করবেন ঝিলিক। এদিকে সম্প্রতি সুবীর নন্দীর সুরে একটি গানে কণ্ঠ দিয়েছেন ঝিলিক। সঙ্গীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। আসছে ভালোবাসা দিবসে গানটি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App